সাভার (ঢাকা) প্রতিনিধি

জনগণ আবারও একতরফা নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, সামনে নির্বাচন মানে হচ্ছে, এই সরকার পদত্যাগ করবে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে এবং তারপর নির্বাচন হবে। নির্বাচন সামনে মানে কি একতরফা নির্বাচনের কথা বলছেন? বাংলাদেশের মানুষ আবারও কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না।
এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার আদায়ে যেসব আন্দোলন হয়েছে, তার সবগুলোতেই আমরা সাধ্যমতো অংশগ্রহণ নিশ্চিত করেছি। জনগণের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার ব্যাপারে আমরা সব সময় কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, তখন আমাদের দেশে দেখতে পাচ্ছি নির্বাচন ছাড়াই একটি ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়েছে। যেখানে যেকোনো রাজনৈতিক দল টিকে থাকা কষ্ট। এ কারণে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আামাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসলিমা আক্তার, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, কেন্দ্রীয় সদস্য আতিক দেওয়ান, আশুলিয়া থানার নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনি, বাবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে সামনে আসা গণসংহতি আন্দোলন আজ অষ্টম বর্ষে পদার্পণ করল। এর আগে ২০০২ সালে সংগঠন হিসেবে যাত্রা শুরু করে গণসংহতি।

জনগণ আবারও একতরফা নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, সামনে নির্বাচন মানে হচ্ছে, এই সরকার পদত্যাগ করবে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে এবং তারপর নির্বাচন হবে। নির্বাচন সামনে মানে কি একতরফা নির্বাচনের কথা বলছেন? বাংলাদেশের মানুষ আবারও কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না।
এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার আদায়ে যেসব আন্দোলন হয়েছে, তার সবগুলোতেই আমরা সাধ্যমতো অংশগ্রহণ নিশ্চিত করেছি। জনগণের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার ব্যাপারে আমরা সব সময় কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, তখন আমাদের দেশে দেখতে পাচ্ছি নির্বাচন ছাড়াই একটি ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়েছে। যেখানে যেকোনো রাজনৈতিক দল টিকে থাকা কষ্ট। এ কারণে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আামাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসলিমা আক্তার, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, কেন্দ্রীয় সদস্য আতিক দেওয়ান, আশুলিয়া থানার নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনি, বাবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে সামনে আসা গণসংহতি আন্দোলন আজ অষ্টম বর্ষে পদার্পণ করল। এর আগে ২০০২ সালে সংগঠন হিসেবে যাত্রা শুরু করে গণসংহতি।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৬ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
২ ঘণ্টা আগে