নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চাল, ডাল, তেল, চিনি, আটা, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ওএমএস নীতিমালায় অন্তর্ভুক্ত করে রেশন কার্ডের মাধ্যমে বিক্রি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ নির্দেশ দেন। এছাড়া বেআইনি সিন্ডিকেট ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত। বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। ওই দিন এই বিষয়ে পরবর্তী শুনানি হবে।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিদুল কবির। সঙ্গে ছিলেন মনির হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। সোমবার শুনানিতে হাইকোর্ট বলেন, ‘সরকারের মেশিনারিজগুলো (আইন, বিধি, নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা) সক্রিয় থাকলে মজুদকারীরা সাহস পেত না। জনসাধারণের এই অবস্থা হতো না। মেশিনারিজগুলো সক্রিয় করলে এরা সাহস পাবে না। মনোপলি ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাচ্ছে। এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা চাই সরকারের মেশিনারিজগুলো ৩৬৫ দিনই কার্যকর থাকুক। এটা (বাজার তদারকি বা নিয়ন্ত্রণ) একদিনের কাজ না।’
গত ৬ মার্চ তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের চার আইনজীবী ওই রিট দায়ের করেন। এর আগে ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন চার আইনজীবী। আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। সে অনুযায়ী রিট করা হয়।

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চাল, ডাল, তেল, চিনি, আটা, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ওএমএস নীতিমালায় অন্তর্ভুক্ত করে রেশন কার্ডের মাধ্যমে বিক্রি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ নির্দেশ দেন। এছাড়া বেআইনি সিন্ডিকেট ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত। বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। ওই দিন এই বিষয়ে পরবর্তী শুনানি হবে।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিদুল কবির। সঙ্গে ছিলেন মনির হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। সোমবার শুনানিতে হাইকোর্ট বলেন, ‘সরকারের মেশিনারিজগুলো (আইন, বিধি, নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা) সক্রিয় থাকলে মজুদকারীরা সাহস পেত না। জনসাধারণের এই অবস্থা হতো না। মেশিনারিজগুলো সক্রিয় করলে এরা সাহস পাবে না। মনোপলি ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাচ্ছে। এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা চাই সরকারের মেশিনারিজগুলো ৩৬৫ দিনই কার্যকর থাকুক। এটা (বাজার তদারকি বা নিয়ন্ত্রণ) একদিনের কাজ না।’
গত ৬ মার্চ তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের চার আইনজীবী ওই রিট দায়ের করেন। এর আগে ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন চার আইনজীবী। আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। সে অনুযায়ী রিট করা হয়।

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে