নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চাল, ডাল, তেল, চিনি, আটা, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ওএমএস নীতিমালায় অন্তর্ভুক্ত করে রেশন কার্ডের মাধ্যমে বিক্রি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ নির্দেশ দেন। এছাড়া বেআইনি সিন্ডিকেট ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত। বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। ওই দিন এই বিষয়ে পরবর্তী শুনানি হবে।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিদুল কবির। সঙ্গে ছিলেন মনির হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। সোমবার শুনানিতে হাইকোর্ট বলেন, ‘সরকারের মেশিনারিজগুলো (আইন, বিধি, নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা) সক্রিয় থাকলে মজুদকারীরা সাহস পেত না। জনসাধারণের এই অবস্থা হতো না। মেশিনারিজগুলো সক্রিয় করলে এরা সাহস পাবে না। মনোপলি ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাচ্ছে। এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা চাই সরকারের মেশিনারিজগুলো ৩৬৫ দিনই কার্যকর থাকুক। এটা (বাজার তদারকি বা নিয়ন্ত্রণ) একদিনের কাজ না।’
গত ৬ মার্চ তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের চার আইনজীবী ওই রিট দায়ের করেন। এর আগে ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন চার আইনজীবী। আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। সে অনুযায়ী রিট করা হয়।

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চাল, ডাল, তেল, চিনি, আটা, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ওএমএস নীতিমালায় অন্তর্ভুক্ত করে রেশন কার্ডের মাধ্যমে বিক্রি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ নির্দেশ দেন। এছাড়া বেআইনি সিন্ডিকেট ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন আদালত। বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। ওই দিন এই বিষয়ে পরবর্তী শুনানি হবে।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিদুল কবির। সঙ্গে ছিলেন মনির হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। সোমবার শুনানিতে হাইকোর্ট বলেন, ‘সরকারের মেশিনারিজগুলো (আইন, বিধি, নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা) সক্রিয় থাকলে মজুদকারীরা সাহস পেত না। জনসাধারণের এই অবস্থা হতো না। মেশিনারিজগুলো সক্রিয় করলে এরা সাহস পাবে না। মনোপলি ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাচ্ছে। এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা চাই সরকারের মেশিনারিজগুলো ৩৬৫ দিনই কার্যকর থাকুক। এটা (বাজার তদারকি বা নিয়ন্ত্রণ) একদিনের কাজ না।’
গত ৬ মার্চ তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের চার আইনজীবী ওই রিট দায়ের করেন। এর আগে ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন চার আইনজীবী। আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। সে অনুযায়ী রিট করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে