Ajker Patrika

ইউএনও'র ফেসবুক পোস্ট দেখে ছেলেকে ফিরে পেল শিউলি বেগম

প্রতিনিধি, ধামরাই
ইউএনও'র ফেসবুক পোস্ট দেখে ছেলেকে ফিরে পেল শিউলি বেগম

হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরিয়ে পেয়েছেন মা শিউলি বেগম (২৮)। শনিবার দুপুরে ছেলেকে ফিরে পেয়েছেন মা।

গত ২৩ জুলাই সাভারের নবীনগরের কুরগাও নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে গেটের বাইরে বের হয়। তার পর থেকেই সাগর নিখোঁজ ছিল। পরে ধামরাইয়ের কালামপুর বাজারে কয়েকজন শিশু সাগরকে দেখে তার পরিচয় জানতে চায়। কিন্তু সাগর বাক প্রতিবন্ধী থাকায় কোন কথা বলতে না পারায় স্থানীয়রা ধামরাই থানায় ফোন করে।

পরে পুলিশ গিয়ে শিশুটিকে থানায় নিয়ে ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যায়। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বিষয়টি জানার পর হারানো শিশু সাগরের ছবি দিয়ে তার একটি ফেসবুক পেজে পোস্ট করেন। সেই ফেসবুক পোস্টের মাধ্যমেই বিকেলে শিশুটির মা-বাবার সন্ধান মিলে।

শিশু সাগরের মা শিউলি বেগম বলেন, আমার পাঁচ ছেলে-মেয়ে। তাই এতটা খোঁজ খবর রাখতে পারি না। সাগর শুক্রবার ঘরে বসে ভাত খাওয়ার পর গেটের বাইরে যায়। তার পর থেকেই আর খোঁজে পাচ্ছিলাম না। পরে মাইক দিয়ে মাইকিং করা হয়েছে আরও সব আত্মীয়ের বাড়ি খুঁজেছি। শনিবার ধামরাইয়ের ইসলাম বাসস্ট্যান্ড গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলে এক চার দোকানে বসে থাকা একজন বলে ধামরাইয়ের ইউএনও'র ফেসবুকে এক ছেলে হারানোর পোস্ট দিছে দেখেন এই ছেলে কিনা। পরে আমরা সেই ছবি দেখে নিশ্চিত হই এটা সাগর। সেখানে ফোন নাম্বার দেওয়া ছিল। ফোন করে ইউএনও স্যারের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি। আমি স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব সময় তার ভালো করে।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সমাজসেবা অফিস থেকে আমাকে বিষয়টি জানানো হয়। তখন আমি ছেলেটির ছবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই নামের একটি ফেসবুকের পেজে পোস্ট করি। কয়েক ঘণ্টার মধ্যে তা শতাধিক শেয়ার হয়। পরে আমি লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলাম তখন একটি ফোন আসে। আমি তাদের উপজেলায় আসতে বলি। পরে তারা আসলে নিশ্চিত হয়ে শিশু সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেওয়া হয়।

শনিবার দুপুরে ধামরাই উপজেলা থেকে সাত বছরের বাক প্রতিবন্ধী মো. সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত