প্রতিনিধি, ধামরাই

হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরিয়ে পেয়েছেন মা শিউলি বেগম (২৮)। শনিবার দুপুরে ছেলেকে ফিরে পেয়েছেন মা।
গত ২৩ জুলাই সাভারের নবীনগরের কুরগাও নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে গেটের বাইরে বের হয়। তার পর থেকেই সাগর নিখোঁজ ছিল। পরে ধামরাইয়ের কালামপুর বাজারে কয়েকজন শিশু সাগরকে দেখে তার পরিচয় জানতে চায়। কিন্তু সাগর বাক প্রতিবন্ধী থাকায় কোন কথা বলতে না পারায় স্থানীয়রা ধামরাই থানায় ফোন করে।
পরে পুলিশ গিয়ে শিশুটিকে থানায় নিয়ে ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যায়। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বিষয়টি জানার পর হারানো শিশু সাগরের ছবি দিয়ে তার একটি ফেসবুক পেজে পোস্ট করেন। সেই ফেসবুক পোস্টের মাধ্যমেই বিকেলে শিশুটির মা-বাবার সন্ধান মিলে।
শিশু সাগরের মা শিউলি বেগম বলেন, আমার পাঁচ ছেলে-মেয়ে। তাই এতটা খোঁজ খবর রাখতে পারি না। সাগর শুক্রবার ঘরে বসে ভাত খাওয়ার পর গেটের বাইরে যায়। তার পর থেকেই আর খোঁজে পাচ্ছিলাম না। পরে মাইক দিয়ে মাইকিং করা হয়েছে আরও সব আত্মীয়ের বাড়ি খুঁজেছি। শনিবার ধামরাইয়ের ইসলাম বাসস্ট্যান্ড গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলে এক চার দোকানে বসে থাকা একজন বলে ধামরাইয়ের ইউএনও'র ফেসবুকে এক ছেলে হারানোর পোস্ট দিছে দেখেন এই ছেলে কিনা। পরে আমরা সেই ছবি দেখে নিশ্চিত হই এটা সাগর। সেখানে ফোন নাম্বার দেওয়া ছিল। ফোন করে ইউএনও স্যারের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি। আমি স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব সময় তার ভালো করে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সমাজসেবা অফিস থেকে আমাকে বিষয়টি জানানো হয়। তখন আমি ছেলেটির ছবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই নামের একটি ফেসবুকের পেজে পোস্ট করি। কয়েক ঘণ্টার মধ্যে তা শতাধিক শেয়ার হয়। পরে আমি লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলাম তখন একটি ফোন আসে। আমি তাদের উপজেলায় আসতে বলি। পরে তারা আসলে নিশ্চিত হয়ে শিশু সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে ধামরাই উপজেলা থেকে সাত বছরের বাক প্রতিবন্ধী মো. সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।

হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরিয়ে পেয়েছেন মা শিউলি বেগম (২৮)। শনিবার দুপুরে ছেলেকে ফিরে পেয়েছেন মা।
গত ২৩ জুলাই সাভারের নবীনগরের কুরগাও নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে গেটের বাইরে বের হয়। তার পর থেকেই সাগর নিখোঁজ ছিল। পরে ধামরাইয়ের কালামপুর বাজারে কয়েকজন শিশু সাগরকে দেখে তার পরিচয় জানতে চায়। কিন্তু সাগর বাক প্রতিবন্ধী থাকায় কোন কথা বলতে না পারায় স্থানীয়রা ধামরাই থানায় ফোন করে।
পরে পুলিশ গিয়ে শিশুটিকে থানায় নিয়ে ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যায়। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বিষয়টি জানার পর হারানো শিশু সাগরের ছবি দিয়ে তার একটি ফেসবুক পেজে পোস্ট করেন। সেই ফেসবুক পোস্টের মাধ্যমেই বিকেলে শিশুটির মা-বাবার সন্ধান মিলে।
শিশু সাগরের মা শিউলি বেগম বলেন, আমার পাঁচ ছেলে-মেয়ে। তাই এতটা খোঁজ খবর রাখতে পারি না। সাগর শুক্রবার ঘরে বসে ভাত খাওয়ার পর গেটের বাইরে যায়। তার পর থেকেই আর খোঁজে পাচ্ছিলাম না। পরে মাইক দিয়ে মাইকিং করা হয়েছে আরও সব আত্মীয়ের বাড়ি খুঁজেছি। শনিবার ধামরাইয়ের ইসলাম বাসস্ট্যান্ড গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলে এক চার দোকানে বসে থাকা একজন বলে ধামরাইয়ের ইউএনও'র ফেসবুকে এক ছেলে হারানোর পোস্ট দিছে দেখেন এই ছেলে কিনা। পরে আমরা সেই ছবি দেখে নিশ্চিত হই এটা সাগর। সেখানে ফোন নাম্বার দেওয়া ছিল। ফোন করে ইউএনও স্যারের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি। আমি স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব সময় তার ভালো করে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সমাজসেবা অফিস থেকে আমাকে বিষয়টি জানানো হয়। তখন আমি ছেলেটির ছবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই নামের একটি ফেসবুকের পেজে পোস্ট করি। কয়েক ঘণ্টার মধ্যে তা শতাধিক শেয়ার হয়। পরে আমি লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলাম তখন একটি ফোন আসে। আমি তাদের উপজেলায় আসতে বলি। পরে তারা আসলে নিশ্চিত হয়ে শিশু সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে ধামরাই উপজেলা থেকে সাত বছরের বাক প্রতিবন্ধী মো. সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে