নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার বেলা ১১টা। রাজধানীর সচিবালয়ের পাশের আব্দুল গণি রোডে দাঁড়ানো প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের গাড়ি। সুলভ মূল্যে মাংস, দুধ, ডিম কিনতে কাউন্টারে ক্রেতাদের লাইন। তখন গাড়ি থেকে এক বিক্রয়কর্মী জানালেন, কয়েক লিটার দুধ ছাড়া বাকি সব শেষ।
তখনো লাইনে দাঁড়িয়ে ছিলেন রাজধানীর মানিকনগর থেকে আসা গৃহকর্মী আসমা বেগম। তিনি ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র থেকে বয়লার মুরগি ও ডিম কিনতে চেয়েছিলেন। আসমা জানান, ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর তাঁকে জানানো হলো, ডিম, মুরগি, গরুর মাংস কিছুই নেই।
আরেক ক্রেতা জাহানারা বেগম শেষ মুহূর্তে এক লিটার দুধ কিনতে পেরেছেন। তবে ডিম কিনতে না পেরে তিনি আক্ষেপের কথা জানিয়েছেন। এ সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে দেখা গেছে অনেককে।
গণি রোডের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে মনিটরিংয়ের দায়িত্বে থাকা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন নিলাদ্রী শিকদার জানান, এই বিক্রয়কেন্দ্রে ১৪০ লিটার দুধ, ৯০০টি ডিম, বয়লার মুরগির মাংস ৫৫ কেজি আর গরুর মাংস ৩৭ কেজি আনা হয়েছে। সকাল ১০টায় বিক্রয় কার্যক্রম শুরু হওয়ার পর গরুর মাংস শেষ হয়েছে প্রথম ২০-৩৫ মিনিটেই। এক ঘণ্টার মধ্যে মুরগি মাংস, ডিম দুটোই শেষ।
নিলাদ্রী শিকদার বলেন, সচিবালয়ের পাশে হওয়ায় গরুর মাংসের চাহিদা বেশি। ক্রেতারা প্রথম এসে জিজ্ঞেস করেন গরুর মাংস আছে কিনা।

শুধু আব্দুল গণি রোডের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র নয়, প্রাণিসম্পদের অন্য বিক্রয়কেন্দ্রগুলোতেও একই দশা। পৌনে ১২টার সময় এসে রাজধানীর খামারবাড়ি চত্বরে মানুষের জটলা দেখা গেছে। মণিপুরী পাড়ার গৃহিণী ইসরাত আফরিন লাইনে দাঁড়িয়ে মুরগি, গরুর মাংস আর দুধ কিনেছেন। তিনি জানান, গরুর মাংস আরেকটু দাম কম হলে ভালো হতো। মুরগির মাংসের দাম দু’শ হলে ভালো হতো।
বিক্রয়কেন্দ্রে কথা হয় আরেক ক্রেতা গ্রিন রোডের বাসিন্দা মো. সেলিম মোল্লার সঙ্গে। তিনি ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে দুই ডজন ডিম, দুই লিটার দুধ ও এক কেজি গরুর মাংস কিনেছেন। গরুর মাংসের মান নিয়ে সেলিম মোল্লা অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, মাংসে চর্বি ও হাড় বেশি। মাংসের মান নিয়ে খামারবাড়িতে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. লিয়াকত হোসেন জানান, গরু স্বাস্থ্যবান হওয়ায় কিছু চর্বি আছে। সেটা একটু মেনে নিতে হবে।
রমজান উপলক্ষে ঢাকার ২৫টি এলাকায় গরু ও মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিক্রয়কেন্দ্রগুলোতে এবার গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার প্রতিকেজি ২৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১৪ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য বছর দৈনিক প্রায় ৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে এক হাজার কেজিরও কম।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩ মার্চ) ২৫টি বিক্রয়কেন্দ্রে তিন হাজার লিটার দুধ, ২৫ হাজার ডিম, ব্রয়লার মুরগি ১২০০ কেজি ও ৯০৬ কেজি গরুর মাংস বিক্রি করা হয়েছে।
কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বিক্রয় কার্যক্রমে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। প্রকল্পটির পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, এবার ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিক্রয়কেন্দ্রগুলোতে পণ্যের পরিমাণের চেয়ে চাহিদা অনেক বেশি রয়েছে।
জানা গেছে, এ বছর বিক্রয় কেন্দ্রের আওতা কমেছে। গত বছর রাজধানীর ৩০টি স্থানে সুলভ মূল্যে মাছ, দুধ, ডিম, মুরগি, গরু ও খাসির মাংস বিক্রি হয়েছে। এবার মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় রমজানে সুলভ মূল্যে মাছ বিক্রির কোনো কার্যক্রম নেওয়া হয়নি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘সুলভ মূল্যে পণ্য বিক্রি করলে চাহিদা অনুপাতে দেওয়া সম্ভব নয়। আমরা আর পরিমাণ বাড়াব না, যেটা দেওয়া হচ্ছে সেটার ধারাবাহিকতা রাখার চেষ্টা করব।’

সোমবার বেলা ১১টা। রাজধানীর সচিবালয়ের পাশের আব্দুল গণি রোডে দাঁড়ানো প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের গাড়ি। সুলভ মূল্যে মাংস, দুধ, ডিম কিনতে কাউন্টারে ক্রেতাদের লাইন। তখন গাড়ি থেকে এক বিক্রয়কর্মী জানালেন, কয়েক লিটার দুধ ছাড়া বাকি সব শেষ।
তখনো লাইনে দাঁড়িয়ে ছিলেন রাজধানীর মানিকনগর থেকে আসা গৃহকর্মী আসমা বেগম। তিনি ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র থেকে বয়লার মুরগি ও ডিম কিনতে চেয়েছিলেন। আসমা জানান, ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর তাঁকে জানানো হলো, ডিম, মুরগি, গরুর মাংস কিছুই নেই।
আরেক ক্রেতা জাহানারা বেগম শেষ মুহূর্তে এক লিটার দুধ কিনতে পেরেছেন। তবে ডিম কিনতে না পেরে তিনি আক্ষেপের কথা জানিয়েছেন। এ সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে দেখা গেছে অনেককে।
গণি রোডের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে মনিটরিংয়ের দায়িত্বে থাকা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন নিলাদ্রী শিকদার জানান, এই বিক্রয়কেন্দ্রে ১৪০ লিটার দুধ, ৯০০টি ডিম, বয়লার মুরগির মাংস ৫৫ কেজি আর গরুর মাংস ৩৭ কেজি আনা হয়েছে। সকাল ১০টায় বিক্রয় কার্যক্রম শুরু হওয়ার পর গরুর মাংস শেষ হয়েছে প্রথম ২০-৩৫ মিনিটেই। এক ঘণ্টার মধ্যে মুরগি মাংস, ডিম দুটোই শেষ।
নিলাদ্রী শিকদার বলেন, সচিবালয়ের পাশে হওয়ায় গরুর মাংসের চাহিদা বেশি। ক্রেতারা প্রথম এসে জিজ্ঞেস করেন গরুর মাংস আছে কিনা।

শুধু আব্দুল গণি রোডের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র নয়, প্রাণিসম্পদের অন্য বিক্রয়কেন্দ্রগুলোতেও একই দশা। পৌনে ১২টার সময় এসে রাজধানীর খামারবাড়ি চত্বরে মানুষের জটলা দেখা গেছে। মণিপুরী পাড়ার গৃহিণী ইসরাত আফরিন লাইনে দাঁড়িয়ে মুরগি, গরুর মাংস আর দুধ কিনেছেন। তিনি জানান, গরুর মাংস আরেকটু দাম কম হলে ভালো হতো। মুরগির মাংসের দাম দু’শ হলে ভালো হতো।
বিক্রয়কেন্দ্রে কথা হয় আরেক ক্রেতা গ্রিন রোডের বাসিন্দা মো. সেলিম মোল্লার সঙ্গে। তিনি ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে দুই ডজন ডিম, দুই লিটার দুধ ও এক কেজি গরুর মাংস কিনেছেন। গরুর মাংসের মান নিয়ে সেলিম মোল্লা অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, মাংসে চর্বি ও হাড় বেশি। মাংসের মান নিয়ে খামারবাড়িতে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. লিয়াকত হোসেন জানান, গরু স্বাস্থ্যবান হওয়ায় কিছু চর্বি আছে। সেটা একটু মেনে নিতে হবে।
রমজান উপলক্ষে ঢাকার ২৫টি এলাকায় গরু ও মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিক্রয়কেন্দ্রগুলোতে এবার গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার প্রতিকেজি ২৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১৪ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য বছর দৈনিক প্রায় ৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে এক হাজার কেজিরও কম।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩ মার্চ) ২৫টি বিক্রয়কেন্দ্রে তিন হাজার লিটার দুধ, ২৫ হাজার ডিম, ব্রয়লার মুরগি ১২০০ কেজি ও ৯০৬ কেজি গরুর মাংস বিক্রি করা হয়েছে।
কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বিক্রয় কার্যক্রমে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। প্রকল্পটির পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, এবার ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিক্রয়কেন্দ্রগুলোতে পণ্যের পরিমাণের চেয়ে চাহিদা অনেক বেশি রয়েছে।
জানা গেছে, এ বছর বিক্রয় কেন্দ্রের আওতা কমেছে। গত বছর রাজধানীর ৩০টি স্থানে সুলভ মূল্যে মাছ, দুধ, ডিম, মুরগি, গরু ও খাসির মাংস বিক্রি হয়েছে। এবার মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় রমজানে সুলভ মূল্যে মাছ বিক্রির কোনো কার্যক্রম নেওয়া হয়নি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘সুলভ মূল্যে পণ্য বিক্রি করলে চাহিদা অনুপাতে দেওয়া সম্ভব নয়। আমরা আর পরিমাণ বাড়াব না, যেটা দেওয়া হচ্ছে সেটার ধারাবাহিকতা রাখার চেষ্টা করব।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৭ মিনিট আগে