Ajker Patrika

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুল মজিদকে আজীবন সম্মাননা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭: ১০
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুল মজিদকে আজীবন সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক শামসুল মজিদ হারুনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ জন শিক্ষার্থীকে সম্পাদক আব্দুস সালাম ট্রাস্ট বৃত্তি প্রদান করেছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি ও সম্মাননা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

আজীবন সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক শামসুল মজিদ হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১৯৭৩-২০১২ সাল পর্যন্ত শিক্ষকতা করেন এবং চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে অতিথি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বৃত্তিপ্রাপ্তরা হলেন—মো. সোহাগ আলী, স্বপ্না পারভীন, মো. খোকন আলী, জোবায়ের আহম্মেদ ও মো. আব্দুল মালেক। প্রত্যেককে ১৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। তাঁদের প্রত্যেকেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ তম ব্যাচের (মাস্টার্স) শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুস সালাম ও এবিএম মূসার স্মৃতিচারণ করে বলেন, ‘যে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িত থাকি না কেন, সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ থাকতে হবে। সেই প্রতিষ্ঠান সংরক্ষণে সকলকে সহযোগিতা করা প্রয়োজন। নিজের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ এক ধরনের বিশেষ মূল্যবোধ। এই মানুষগুলো তাই করেছেন। তাঁরা যখন যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন, সেগুলো সমৃদ্ধকরণে তাঁরা অনন্যসাধারণ ভূমিকা রেখেছেন।’

অনুষ্ঠানে ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুল মজিদকে আজীবন সম্মাননা ও শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়এ সময় উপাচার্য বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের অধ্যাপক আবদুস সালামের জীবন থেকে তাঁর মূল্যবোধ ও জীবনাদর্শ শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড স্মরণিকা প্রকাশ করা হয়। এ সময় সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ‘সামাজিক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত