নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২৭ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, ‘আমরা আর এই সরকারের কাছে ত্বকী হত্যার বিচার চাই না। যারা সাড়ে ১০ বছরে বিচার করে নাই, দু–এক মাসে তা তারা করবে না। আগামী নির্বাচনে এমন সরকার আমরা প্রত্যাশা করি, যারা বিচারহীনতা থেকে মানুষকে মুক্তি দেবে। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, মানবাধিকার, সংবিধানে উল্লেখিত সব গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। ত্বকী, সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠুসহ সব হত্যার বিচার করবে।’
তিনি বলেন, ‘সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিচার ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। বিচারহীনতা ও কর্তৃত্ববাদী শাসন দেশকে আজ এমন ভয়াবহ একপর্যায়ে এনে দাঁড় করিয়েছে, যেখানে বিদেশি শক্তি আমাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি স্বাধীন দেশের জন্য এইটি অত্যন্ত অমর্যাদাকর। বিচারব্যবস্থা, বাক্স্বাধীনতা, ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র সবকিছুই আজ প্রশ্নবিদ্ধ।’
রফিউর রাব্বী আরও বলেন, ‘ভিন্ন-মত দমনে গুম-খুনের মধ্য দিয়ে সরকার এই দেশকে বিশ্বের কাছে বর্বর-রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। সাড়ে ১০ বছর পেরোলেও, ঘাতক চিহ্নিত হলেও ত্বকী হত্যার বিচার শুরু হয় না। শাসকগোষ্ঠীর ছত্রচ্ছায়ায় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। ১০০ বার সময় নিয়েও এই দেশে সাগর-রুনী হত্যার অভিযোগপত্র আদালতে জমা পড়ে না।’
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, সিপিবির সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ন্যাপের সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সদস্য দীনা তাজরীন ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
এর আগে ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। পরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২৭ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, ‘আমরা আর এই সরকারের কাছে ত্বকী হত্যার বিচার চাই না। যারা সাড়ে ১০ বছরে বিচার করে নাই, দু–এক মাসে তা তারা করবে না। আগামী নির্বাচনে এমন সরকার আমরা প্রত্যাশা করি, যারা বিচারহীনতা থেকে মানুষকে মুক্তি দেবে। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, মানবাধিকার, সংবিধানে উল্লেখিত সব গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। ত্বকী, সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠুসহ সব হত্যার বিচার করবে।’
তিনি বলেন, ‘সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিচার ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। বিচারহীনতা ও কর্তৃত্ববাদী শাসন দেশকে আজ এমন ভয়াবহ একপর্যায়ে এনে দাঁড় করিয়েছে, যেখানে বিদেশি শক্তি আমাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি স্বাধীন দেশের জন্য এইটি অত্যন্ত অমর্যাদাকর। বিচারব্যবস্থা, বাক্স্বাধীনতা, ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র সবকিছুই আজ প্রশ্নবিদ্ধ।’
রফিউর রাব্বী আরও বলেন, ‘ভিন্ন-মত দমনে গুম-খুনের মধ্য দিয়ে সরকার এই দেশকে বিশ্বের কাছে বর্বর-রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। সাড়ে ১০ বছর পেরোলেও, ঘাতক চিহ্নিত হলেও ত্বকী হত্যার বিচার শুরু হয় না। শাসকগোষ্ঠীর ছত্রচ্ছায়ায় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। ১০০ বার সময় নিয়েও এই দেশে সাগর-রুনী হত্যার অভিযোগপত্র আদালতে জমা পড়ে না।’
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, সিপিবির সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ন্যাপের সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সদস্য দীনা তাজরীন ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
এর আগে ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। পরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে