হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ভুল চিকিৎসায় রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মো. মহসীন নামের এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম শামীম কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যা নিয়ে শারবীন চশমা ঘরে চিকিৎসার জন্য যান। সেখানে থাকা ভুয়া চিকিৎসক মহসীনের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ ব্যবহার করেন। এতে তাঁর চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে শামীম ঢাকায় চিকিৎসা নিতে গেলে চক্ষুবিশেষজ্ঞ জানান, ভুল চিকিৎসার কারণে চোখের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই।
পরে শামীম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। আজ ইউএনওর নেতৃত্বে চিকিৎসা কর্মকর্তা ফয়জুর অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালান। এ সময় সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাঁকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও জানান, অভিযুক্ত মহসীন ভবিষ্যতে আর কোনো চিকিৎসা কার্যক্রম চালাবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।

কুমিল্লার হোমনায় ভুল চিকিৎসায় রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মো. মহসীন নামের এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম শামীম কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যা নিয়ে শারবীন চশমা ঘরে চিকিৎসার জন্য যান। সেখানে থাকা ভুয়া চিকিৎসক মহসীনের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ ব্যবহার করেন। এতে তাঁর চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে শামীম ঢাকায় চিকিৎসা নিতে গেলে চক্ষুবিশেষজ্ঞ জানান, ভুল চিকিৎসার কারণে চোখের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই।
পরে শামীম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। আজ ইউএনওর নেতৃত্বে চিকিৎসা কর্মকর্তা ফয়জুর অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালান। এ সময় সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাঁকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও জানান, অভিযুক্ত মহসীন ভবিষ্যতে আর কোনো চিকিৎসা কার্যক্রম চালাবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩১ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪১ মিনিট আগে