কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে এমন মন্তব্যসহ আরও কিছু বিরূপ মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনা সভায়। এর জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্য করায় মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে এ মামলা করেন। আজ বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ও মনিরুল হক চৌধুরী ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করে। যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ ধরনের বক্তব্য তাঁর জন্য মানহানিকর।
তা ছাড়া ওই আলোচনায় যুবলীগের নেতা সহিদের নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুইজন অংশ নেন।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে নীলনকশায় জড়িত হয়েছেন। এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়েছে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে এমন মন্তব্যসহ আরও কিছু বিরূপ মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনা সভায়। এর জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্য করায় মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে এ মামলা করেন। আজ বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ও মনিরুল হক চৌধুরী ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আগামী ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করে। যেহেতু মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ ধরনের বক্তব্য তাঁর জন্য মানহানিকর।
তা ছাড়া ওই আলোচনায় যুবলীগের নেতা সহিদের নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুইজন অংশ নেন।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে নীলনকশায় জড়িত হয়েছেন। এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়েছে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২১ মিনিট আগে