কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় এক শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মুকবুল হোসেন (৩৫) কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। মুকবুল হোসেন পেশায় রং মিস্ত্রি। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (এপিপি) মো. নেয়ামত উল্যাহ চৌধুরী জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় চা আনার জন্য দোকানে গিয়ে বাড়িতে ফিরে না আসায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরাকে (২৫) তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে পাশের বাড়ির ধৈঞ্চা খেতে গুলশানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শারীরিক প্রতিবন্ধী গুলশান আরা আর আসামি মো. মুকবুল হোসেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পারিবারিকভাবে স্বীকৃতির জন্য বিয়ের কথা বললে মো. মুকবুল হোসেন তা প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন গুলশান আরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মো. শরীফ মিয়া (৬২) বাদী হয়ে মামলা করেন।
মামলার এপিপি মো. নেয়ামত উল্যাহ জানান, রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কুমিল্লার চান্দিনায় এক শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মুকবুল হোসেন (৩৫) কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। মুকবুল হোসেন পেশায় রং মিস্ত্রি। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (এপিপি) মো. নেয়ামত উল্যাহ চৌধুরী জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় চা আনার জন্য দোকানে গিয়ে বাড়িতে ফিরে না আসায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরাকে (২৫) তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে পাশের বাড়ির ধৈঞ্চা খেতে গুলশানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শারীরিক প্রতিবন্ধী গুলশান আরা আর আসামি মো. মুকবুল হোসেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পারিবারিকভাবে স্বীকৃতির জন্য বিয়ের কথা বললে মো. মুকবুল হোসেন তা প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন গুলশান আরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মো. শরীফ মিয়া (৬২) বাদী হয়ে মামলা করেন।
মামলার এপিপি মো. নেয়ামত উল্যাহ জানান, রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৭ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে