বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে টহলরত গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে ডাকাত দলের হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকিকয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবু ইউসুফ (২৯)। তিনি উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও ডাকাত দলের সদস্য।
ওসি বলেন, গতকাল দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কাকিয়াচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। এ সময় ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী ধানখেত থেকে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল চারপাশ থেকে গাড়িটি ঘিরে ধরে। ঘটনাটি দেখে ডিবি অফিসার ও ফোর্সরা গাড়ি থেকে নামলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে ডিবি পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতের দল পালাতে যায়। এ সময় গুলি ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে স্থানীয় লোকজন ও ডিবি পুলিশ ধানখেতে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ছেনি, একটি কিরিচ ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আহত ওই ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে বুড়িচং থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লার বুড়িচংয়ে টহলরত গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে ডাকাত দলের হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকিকয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবু ইউসুফ (২৯)। তিনি উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও ডাকাত দলের সদস্য।
ওসি বলেন, গতকাল দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কাকিয়াচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। এ সময় ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী ধানখেত থেকে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল চারপাশ থেকে গাড়িটি ঘিরে ধরে। ঘটনাটি দেখে ডিবি অফিসার ও ফোর্সরা গাড়ি থেকে নামলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে ডিবি পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতের দল পালাতে যায়। এ সময় গুলি ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে স্থানীয় লোকজন ও ডিবি পুলিশ ধানখেতে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ছেনি, একটি কিরিচ ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আহত ওই ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে বুড়িচং থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৯ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে