হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় ২৫ দিন ধরে জমির খাজনা আদায় বন্ধ রয়েছে। খাজনা না দিতে পেরে জমি বেচাকেনা করতে পারছে না এলাকার লোকজন। তাতে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খাজনা দিতে না পারায় জমি কেনাবেচা করতে না পেরে মানুষ নানা সংকটে পড়ছে। কেউ ছেলেকে বিদেশে পাঠাতে পারছে না, কেউ আবার অন্য কোনো প্রয়োজন মেটাতে পারছে না।
জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি বৃদ্ধি পায়। এই সময়ে গড়ে প্রতিদিন এক-দেড় শ দলিল রেজিস্ট্রি হয়। যা থেকে সরকার বড় অঙ্কের টাকা রাজস্ব পায়। কিন্তু গত ২৫ দিন ধরে ভূমিসেবা সার্ভারের সমস্যায় সেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
উপজেলার চান্দেরচর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘১৫-২০ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না।’
শ্রীমদ্দি গ্রামের সুবেদ আলী বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর টাকা দেব। কিন্তু সার্ভারে সমস্যা থাকায় খাজনা দিতে না পারায় জমি বিক্রি করতে পারছি না। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছে।’
পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। এ কারণে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের আজকের পত্রিকাকে বলেন, ‘সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। তাতে জমির মালিকদের অসুবিধা হচ্ছে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’

কুমিল্লার হোমনায় ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় ২৫ দিন ধরে জমির খাজনা আদায় বন্ধ রয়েছে। খাজনা না দিতে পেরে জমি বেচাকেনা করতে পারছে না এলাকার লোকজন। তাতে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খাজনা দিতে না পারায় জমি কেনাবেচা করতে না পেরে মানুষ নানা সংকটে পড়ছে। কেউ ছেলেকে বিদেশে পাঠাতে পারছে না, কেউ আবার অন্য কোনো প্রয়োজন মেটাতে পারছে না।
জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি বৃদ্ধি পায়। এই সময়ে গড়ে প্রতিদিন এক-দেড় শ দলিল রেজিস্ট্রি হয়। যা থেকে সরকার বড় অঙ্কের টাকা রাজস্ব পায়। কিন্তু গত ২৫ দিন ধরে ভূমিসেবা সার্ভারের সমস্যায় সেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
উপজেলার চান্দেরচর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘১৫-২০ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না।’
শ্রীমদ্দি গ্রামের সুবেদ আলী বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর টাকা দেব। কিন্তু সার্ভারে সমস্যা থাকায় খাজনা দিতে না পারায় জমি বিক্রি করতে পারছি না। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছে।’
পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। এ কারণে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের আজকের পত্রিকাকে বলেন, ‘সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। তাতে জমির মালিকদের অসুবিধা হচ্ছে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে