হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় ২৫ দিন ধরে জমির খাজনা আদায় বন্ধ রয়েছে। খাজনা না দিতে পেরে জমি বেচাকেনা করতে পারছে না এলাকার লোকজন। তাতে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খাজনা দিতে না পারায় জমি কেনাবেচা করতে না পেরে মানুষ নানা সংকটে পড়ছে। কেউ ছেলেকে বিদেশে পাঠাতে পারছে না, কেউ আবার অন্য কোনো প্রয়োজন মেটাতে পারছে না।
জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি বৃদ্ধি পায়। এই সময়ে গড়ে প্রতিদিন এক-দেড় শ দলিল রেজিস্ট্রি হয়। যা থেকে সরকার বড় অঙ্কের টাকা রাজস্ব পায়। কিন্তু গত ২৫ দিন ধরে ভূমিসেবা সার্ভারের সমস্যায় সেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
উপজেলার চান্দেরচর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘১৫-২০ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না।’
শ্রীমদ্দি গ্রামের সুবেদ আলী বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর টাকা দেব। কিন্তু সার্ভারে সমস্যা থাকায় খাজনা দিতে না পারায় জমি বিক্রি করতে পারছি না। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছে।’
পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। এ কারণে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের আজকের পত্রিকাকে বলেন, ‘সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। তাতে জমির মালিকদের অসুবিধা হচ্ছে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’

কুমিল্লার হোমনায় ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় ২৫ দিন ধরে জমির খাজনা আদায় বন্ধ রয়েছে। খাজনা না দিতে পেরে জমি বেচাকেনা করতে পারছে না এলাকার লোকজন। তাতে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খাজনা দিতে না পারায় জমি কেনাবেচা করতে না পেরে মানুষ নানা সংকটে পড়ছে। কেউ ছেলেকে বিদেশে পাঠাতে পারছে না, কেউ আবার অন্য কোনো প্রয়োজন মেটাতে পারছে না।
জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি বৃদ্ধি পায়। এই সময়ে গড়ে প্রতিদিন এক-দেড় শ দলিল রেজিস্ট্রি হয়। যা থেকে সরকার বড় অঙ্কের টাকা রাজস্ব পায়। কিন্তু গত ২৫ দিন ধরে ভূমিসেবা সার্ভারের সমস্যায় সেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
উপজেলার চান্দেরচর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘১৫-২০ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না।’
শ্রীমদ্দি গ্রামের সুবেদ আলী বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর টাকা দেব। কিন্তু সার্ভারে সমস্যা থাকায় খাজনা দিতে না পারায় জমি বিক্রি করতে পারছি না। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছে।’
পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। এ কারণে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের আজকের পত্রিকাকে বলেন, ‘সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। তাতে জমির মালিকদের অসুবিধা হচ্ছে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৭ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২১ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে