দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে সুগন্ধা বাসের চাপায় জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের দুই শিক্ষার্থী রবিউল ও সজীব নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার জাফরগঞ্জ বাজারে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঘাতক বাসচালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রতিটি স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিংয়ের দুই পাশে স্পিডব্রেকার, ছাত্রছাত্রীদের জন্য যাত্রীছাউনি নির্মাণ করতে হবে। দুর্ঘটনার তিন দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ ঘাতক বাসচালককে আটক করতে পারেনি। আমরা ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে আর কোনো মেধাবী ছাত্র দুর্ঘটনার শিকার না হয়। এ ছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কে অনভিজ্ঞ ও প্রশিক্ষণ নেই এমন অনেক বাসচালক রয়েছেন। অনেক বাসের রোড পারমিটও নেই। এ ধরনের চালক ও বাসকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সফিকুর রহমান বাবুল, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, নিহত দুই শিক্ষার্থীর সহপাঠী জাকারিয়া রিফাত, মো. রাকিবুল হাসান, ইসহাক হাসান, আশিকুর রহমান খান, আমিনুল ইসলাম, মহিন খান, ফাতেমা আক্তার, শান্তা আক্তার, জুথিসহ আরও অনেকে।
উল্লেখ্য, ১০ মার্চ দুপুরে ক্লাস শেষে জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের দুই শিক্ষার্থী রবিউল ইসলাম ও সজীব মোটরসাইকেলে করে যাওয়ার পথে বেগমাবাদ মোড়ে সুগন্ধা বাসের চাপায় নিহত হন। ঘটনার পর পর উত্তেজিত শিক্ষার্থীরা এসে ওই বাসে আগুন ধরিয়ে দেন।

কুমিল্লার দেবিদ্বারে সুগন্ধা বাসের চাপায় জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের দুই শিক্ষার্থী রবিউল ও সজীব নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার জাফরগঞ্জ বাজারে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঘাতক বাসচালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রতিটি স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিংয়ের দুই পাশে স্পিডব্রেকার, ছাত্রছাত্রীদের জন্য যাত্রীছাউনি নির্মাণ করতে হবে। দুর্ঘটনার তিন দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ ঘাতক বাসচালককে আটক করতে পারেনি। আমরা ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে আর কোনো মেধাবী ছাত্র দুর্ঘটনার শিকার না হয়। এ ছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কে অনভিজ্ঞ ও প্রশিক্ষণ নেই এমন অনেক বাসচালক রয়েছেন। অনেক বাসের রোড পারমিটও নেই। এ ধরনের চালক ও বাসকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সফিকুর রহমান বাবুল, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, নিহত দুই শিক্ষার্থীর সহপাঠী জাকারিয়া রিফাত, মো. রাকিবুল হাসান, ইসহাক হাসান, আশিকুর রহমান খান, আমিনুল ইসলাম, মহিন খান, ফাতেমা আক্তার, শান্তা আক্তার, জুথিসহ আরও অনেকে।
উল্লেখ্য, ১০ মার্চ দুপুরে ক্লাস শেষে জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের দুই শিক্ষার্থী রবিউল ইসলাম ও সজীব মোটরসাইকেলে করে যাওয়ার পথে বেগমাবাদ মোড়ে সুগন্ধা বাসের চাপায় নিহত হন। ঘটনার পর পর উত্তেজিত শিক্ষার্থীরা এসে ওই বাসে আগুন ধরিয়ে দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে