চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা থেকে ঈদের ছুটিতে চৌদ্দগ্রামে এসে কিশোর গ্যাংয়ের হামলায় দুই জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বাতিসা হাইস্কুলের পেছনে সর্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন; ঢাকা মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী দক্ষিণ ফালগুনকরা গ্রামের আবুল খায়েরের ছেলে মাহফুজুর রহমান মিনহাজ ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে সামির।
এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার শাকিল, সাগর, শুভ, রাকিব, শাওন, মেহেদী, রিফাত, আপনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান মিনহাজ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। শুক্রবার বিকেলে সে তার কয়েকজন বন্ধু নিয়ে বাতিসা হাইস্কুল এলাকায় ঘুরতে যায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল, সাগর ও রাকিবের নেতৃত্বে কয়েকজন পথে বেরিকেড দিয়ে মিনহাজ ও তার বন্ধুদের উপর চড়াও হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে আবুল খায়ের গ্রামের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মিনহাজ ও খোকন মিয়ার ছেলে সামিরকে উদ্ধার করে। পরে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
চৌদ্দগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন, ‘দক্ষিণ ফালগুনকরা বাতিসা এলাকায় হাঁটতে গেলেই কিশোর গ্যাংয়ের সদস্যরা কোন কারণ ছাড়াই দুইজনের উপর আক্রমণ করে। এটার সুষ্ঠু সমাধানের প্রয়োজন।'
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঢাকা থেকে ঈদের ছুটিতে চৌদ্দগ্রামে এসে কিশোর গ্যাংয়ের হামলায় দুই জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বাতিসা হাইস্কুলের পেছনে সর্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন; ঢাকা মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী দক্ষিণ ফালগুনকরা গ্রামের আবুল খায়েরের ছেলে মাহফুজুর রহমান মিনহাজ ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে সামির।
এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার শাকিল, সাগর, শুভ, রাকিব, শাওন, মেহেদী, রিফাত, আপনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান মিনহাজ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। শুক্রবার বিকেলে সে তার কয়েকজন বন্ধু নিয়ে বাতিসা হাইস্কুল এলাকায় ঘুরতে যায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল, সাগর ও রাকিবের নেতৃত্বে কয়েকজন পথে বেরিকেড দিয়ে মিনহাজ ও তার বন্ধুদের উপর চড়াও হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে আবুল খায়ের গ্রামের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মিনহাজ ও খোকন মিয়ার ছেলে সামিরকে উদ্ধার করে। পরে তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
চৌদ্দগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন, ‘দক্ষিণ ফালগুনকরা বাতিসা এলাকায় হাঁটতে গেলেই কিশোর গ্যাংয়ের সদস্যরা কোন কারণ ছাড়াই দুইজনের উপর আক্রমণ করে। এটার সুষ্ঠু সমাধানের প্রয়োজন।'
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে