মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)

‘স্বামী নাই, ছেলে নাই, তিনটি মেয়ে নিয়ে বেঁচে আছি। এখন দুটি মেয়ে আছে সঙ্গে। এভাবে বৃষ্টি হবে কে জানত? হঠাৎ পানি আসবে এটাই বা কে জানত? মধ্যরাতে কেউ একজন এসে বলল, পড়ছে রে পড়ছে, ভাঙা পড়ছে। এমন শব্দ শুনে মেয়েদের নিয়ে বাঁধের ওপরে এসে কোনো রকমে জীবন বাঁচাইছি। শুধু শরীরটা নিয়ে আসছি। কিছুই বের করতে পারিনি। মুহূর্তেই আমার বসতভিটা, ঘর সব ভাঙনের পানিতে বিলীন হয়ে গেছে।’
কাঁদতে কাঁদতে এসব কথা বলছিলেন গোমতীর বাঁধ ভেঙে আশ্রয়হীন হয়ে পড়া আয়শা বেগম।
গতকাল শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকা ঘুরে গোমতীর প্রতিরক্ষা বাঁধের এক অংশে অবস্থান নেওয়া আশ্রয়হীন স্থানীয় মানুষদের দেখা মেলে। তাদের সবার বসতভিটা গোমতী নদীর বাঁধ ভেঙে পানির স্রোতে তলিয়ে গেছে।
এই মানুষগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই অনেকে না খেয়ে ছিল। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে। তবে দুপুরের দিকে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছু শুকনো খাবার, পানি, স্যালাইন, প্যারাসিটামলসহ বিভিন্ন ওষুধ দিয়ে গেছে।
গোমতীর প্রতিরক্ষা বাঁধের ওপর পরিবার নিয়ে আশ্রয় নেওয়া কামরুজ্জামান বলেন, প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ এই বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। অনেক পরিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উঠেছে। এখানে যারা আছে, তাদের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া অনেকের দূরের স্বজনেরা রান্না করা খাবার নিয়ে এসেছেন। কারও কারও স্বজনেরা শুকনো খাবার ও পানি দিয়ে যাচ্ছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। এতে এখনো পর্যন্ত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার ১০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে ১ লাখ পরিবার।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, ‘বুড়িচংয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার মানুষ বন্যাকবলিত। গোমতীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্রে হিসেবে প্রস্তুত রাখা হয়েছিল। এসব আশ্রয়কেন্দ্রে বন্যায় কবলিতদের উদ্ধার করে আশ্রয় দেওয়া হচ্ছে। আমরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি।’
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলার বন্যা এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার, খাবার, পানি ও ওষুধ সরবরাহে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে উপজেলার দুটি প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা মাঠে নিয়োজিত আছে। উপজেলার বন্যা প্লাবিত এলাকায় দুর্গতের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।’
তিনি আরও বলেন, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। তাদের গবাদিপশুসহ সম্পদ রক্ষার চেষ্টা করছি। এ ছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

‘স্বামী নাই, ছেলে নাই, তিনটি মেয়ে নিয়ে বেঁচে আছি। এখন দুটি মেয়ে আছে সঙ্গে। এভাবে বৃষ্টি হবে কে জানত? হঠাৎ পানি আসবে এটাই বা কে জানত? মধ্যরাতে কেউ একজন এসে বলল, পড়ছে রে পড়ছে, ভাঙা পড়ছে। এমন শব্দ শুনে মেয়েদের নিয়ে বাঁধের ওপরে এসে কোনো রকমে জীবন বাঁচাইছি। শুধু শরীরটা নিয়ে আসছি। কিছুই বের করতে পারিনি। মুহূর্তেই আমার বসতভিটা, ঘর সব ভাঙনের পানিতে বিলীন হয়ে গেছে।’
কাঁদতে কাঁদতে এসব কথা বলছিলেন গোমতীর বাঁধ ভেঙে আশ্রয়হীন হয়ে পড়া আয়শা বেগম।
গতকাল শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকা ঘুরে গোমতীর প্রতিরক্ষা বাঁধের এক অংশে অবস্থান নেওয়া আশ্রয়হীন স্থানীয় মানুষদের দেখা মেলে। তাদের সবার বসতভিটা গোমতী নদীর বাঁধ ভেঙে পানির স্রোতে তলিয়ে গেছে।
এই মানুষগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই অনেকে না খেয়ে ছিল। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে। তবে দুপুরের দিকে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছু শুকনো খাবার, পানি, স্যালাইন, প্যারাসিটামলসহ বিভিন্ন ওষুধ দিয়ে গেছে।
গোমতীর প্রতিরক্ষা বাঁধের ওপর পরিবার নিয়ে আশ্রয় নেওয়া কামরুজ্জামান বলেন, প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ এই বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। অনেক পরিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উঠেছে। এখানে যারা আছে, তাদের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া অনেকের দূরের স্বজনেরা রান্না করা খাবার নিয়ে এসেছেন। কারও কারও স্বজনেরা শুকনো খাবার ও পানি দিয়ে যাচ্ছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। এতে এখনো পর্যন্ত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার ১০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে ১ লাখ পরিবার।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, ‘বুড়িচংয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার মানুষ বন্যাকবলিত। গোমতীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্রে হিসেবে প্রস্তুত রাখা হয়েছিল। এসব আশ্রয়কেন্দ্রে বন্যায় কবলিতদের উদ্ধার করে আশ্রয় দেওয়া হচ্ছে। আমরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি।’
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলার বন্যা এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার, খাবার, পানি ও ওষুধ সরবরাহে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে উপজেলার দুটি প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা মাঠে নিয়োজিত আছে। উপজেলার বন্যা প্লাবিত এলাকায় দুর্গতের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।’
তিনি আরও বলেন, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। তাদের গবাদিপশুসহ সম্পদ রক্ষার চেষ্টা করছি। এ ছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে