চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্রলীগ নেতার কথামতো ক্লাস বর্জন না করায় তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনির বিরুদ্ধে।
আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার জাবেদ হোসেন, আবদুর রশিদ লাবিব ও ফায়সাল মাহমুদ। আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি অনুসারীদের নিয়ে ক্লাস চলাকালে মেয়েদের কমনরুমে গিয়ে উচ্চস্বরে গান করেন। এ সময় ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক হাসান আহমেদ মজুমদার গান বন্ধ করতে বলেন। পাশাপাশি বিষয়টি কলেজের অধ্যক্ষকে অবহিত করেন।
এরপর গত রোববার একইভাবে মেয়েদের কমনরুমে গিয়ে গান গাওয়া শুরু করেন ওই ছাত্রলীগ নেতা। তখন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধুরী গান গাইতে নিষেধ করেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অনি ক্ষিপ্ত অনুসারীদের নিয়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে ছেলেদের কমনরুম দেওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
আগামী দুই দিনের মধ্যে উল্লেখিত দাবি না মানলে ছাত্ররা ক্লাস বর্জন করবে বলে হুঁশিয়ারি দেন ওই ছাত্রলীগ নেতা। এরপর আজ মঙ্গলবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাস থেকে বাইরে আসতে বলেন অনি। কিন্তু শিক্ষার্থীরা ক্লাস বর্জন না করলে তিনি ক্ষিপ্ত হন।
এরপর কলেজ ছুটি হলে বাড়ি যাওয়ার পথে কলেজ গেটে কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনির নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ নেতা-কর্মী তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করেন। খবর পেয়ে কলেজ শিক্ষকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয় আহত ফয়সাল মাহমুদ বলেন, ‘‘শুনেছি অনি ভাই অধ্যক্ষ স্যারের রুমে গিয়ে ছেলেদের জন্য কমন রুমসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। দাবি না মানলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেন। আজ তিনি আমাদের ক্লাস থেকে বাইরে আসতে বলেন। আমরা ক্লাস বর্জন না করায় কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে আমাদের কয়েকজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।
‘‘আমাদের চিৎকার শুনে শিক্ষকেরা দৌড়ে এসে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আমাদের কি অপরাধ। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, রাজনীতি না। আমাদের নবাগত অধ্যক্ষ গত তিন মাসে কলেজের শিক্ষার পরিবেশ অনেক সুন্দর করেছেন।’’
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি বলেন, ‘ছাত্রদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমি অধ্যক্ষকে বলি। আজকের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আমি ওই সময় কলেজে ছিলাম না। আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে।’
এ বিষয় কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহমুদ অন্তর বলেন, ‘যদি কোনো শিক্ষার্থী অন্যায় করে বাংলাদেশ ছাত্রলীগ তার অন্যায়ের দায় নেবে না। ঘটনাটি শুনেছি, তদন্তের মাধ্যমে জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক হাসান আহমেদ মজুমদার বলেন, ‘ছাত্রলীগ নেতা অনি মেয়েদের কমন রুমে গিয়ে গান গাচ্ছিল, এতে আমরা বাঁধা দেই। পরে বিষয়টি অধ্যক্ষ মহোদয়কে জানাই। হঠাৎ একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ক্লাস থেকে শিক্ষার্থীদের বাইরে আসতে বলেন অনি। পরে শিক্ষার্থীরা তার কথা না শোনায় কলেজ ছুটির পর ছাত্রদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিক আমরা শিক্ষকেরা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।’
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধুরী বলেন, ‘‘গত বৃহস্পতিবার ও রোববার ক্লাস চলাকালে মেয়েদের কমনরুমে গিয়ে উচ্চস্বরে গান গাচ্ছিলেন। বিষয়টি আমার নজরে আসলে তাকে বারণ করি। পরে তিনি আমার কাছে ছেলেদের কমনরুমসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তার দাবি না মানলে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেন।
‘‘আমি এখানে আসছি মাত্র তিন মাস হয়েছে। এরই মধ্যে তার দাবিগুলো তাড়াতাড়ি কিভাবে মানি। একটু সময় লাগবে। আজকে অনাকাঙ্ক্ষিতভাবে ছাত্রলীগ নেতা অনি তিনজন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত। তাৎক্ষণিক আমরা কলেজের সকল শিক্ষকেরা মিটিং করে মামলা করার প্রস্তুতি নিয়েছি।’’
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনজন ছাত্রকে ক্লাস করার অপরাধে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো মামলা হয়নি। মামলা বা অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্রলীগ নেতার কথামতো ক্লাস বর্জন না করায় তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনির বিরুদ্ধে।
আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার জাবেদ হোসেন, আবদুর রশিদ লাবিব ও ফায়সাল মাহমুদ। আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি অনুসারীদের নিয়ে ক্লাস চলাকালে মেয়েদের কমনরুমে গিয়ে উচ্চস্বরে গান করেন। এ সময় ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক হাসান আহমেদ মজুমদার গান বন্ধ করতে বলেন। পাশাপাশি বিষয়টি কলেজের অধ্যক্ষকে অবহিত করেন।
এরপর গত রোববার একইভাবে মেয়েদের কমনরুমে গিয়ে গান গাওয়া শুরু করেন ওই ছাত্রলীগ নেতা। তখন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধুরী গান গাইতে নিষেধ করেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অনি ক্ষিপ্ত অনুসারীদের নিয়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে ছেলেদের কমনরুম দেওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
আগামী দুই দিনের মধ্যে উল্লেখিত দাবি না মানলে ছাত্ররা ক্লাস বর্জন করবে বলে হুঁশিয়ারি দেন ওই ছাত্রলীগ নেতা। এরপর আজ মঙ্গলবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাস থেকে বাইরে আসতে বলেন অনি। কিন্তু শিক্ষার্থীরা ক্লাস বর্জন না করলে তিনি ক্ষিপ্ত হন।
এরপর কলেজ ছুটি হলে বাড়ি যাওয়ার পথে কলেজ গেটে কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনির নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ নেতা-কর্মী তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করেন। খবর পেয়ে কলেজ শিক্ষকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেই সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয় আহত ফয়সাল মাহমুদ বলেন, ‘‘শুনেছি অনি ভাই অধ্যক্ষ স্যারের রুমে গিয়ে ছেলেদের জন্য কমন রুমসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। দাবি না মানলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেন। আজ তিনি আমাদের ক্লাস থেকে বাইরে আসতে বলেন। আমরা ক্লাস বর্জন না করায় কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে আমাদের কয়েকজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।
‘‘আমাদের চিৎকার শুনে শিক্ষকেরা দৌড়ে এসে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আমাদের কি অপরাধ। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, রাজনীতি না। আমাদের নবাগত অধ্যক্ষ গত তিন মাসে কলেজের শিক্ষার পরিবেশ অনেক সুন্দর করেছেন।’’
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি বলেন, ‘ছাত্রদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমি অধ্যক্ষকে বলি। আজকের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আমি ওই সময় কলেজে ছিলাম না। আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে।’
এ বিষয় কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহমুদ অন্তর বলেন, ‘যদি কোনো শিক্ষার্থী অন্যায় করে বাংলাদেশ ছাত্রলীগ তার অন্যায়ের দায় নেবে না। ঘটনাটি শুনেছি, তদন্তের মাধ্যমে জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক হাসান আহমেদ মজুমদার বলেন, ‘ছাত্রলীগ নেতা অনি মেয়েদের কমন রুমে গিয়ে গান গাচ্ছিল, এতে আমরা বাঁধা দেই। পরে বিষয়টি অধ্যক্ষ মহোদয়কে জানাই। হঠাৎ একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ক্লাস থেকে শিক্ষার্থীদের বাইরে আসতে বলেন অনি। পরে শিক্ষার্থীরা তার কথা না শোনায় কলেজ ছুটির পর ছাত্রদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিক আমরা শিক্ষকেরা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।’
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধুরী বলেন, ‘‘গত বৃহস্পতিবার ও রোববার ক্লাস চলাকালে মেয়েদের কমনরুমে গিয়ে উচ্চস্বরে গান গাচ্ছিলেন। বিষয়টি আমার নজরে আসলে তাকে বারণ করি। পরে তিনি আমার কাছে ছেলেদের কমনরুমসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তার দাবি না মানলে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দেন।
‘‘আমি এখানে আসছি মাত্র তিন মাস হয়েছে। এরই মধ্যে তার দাবিগুলো তাড়াতাড়ি কিভাবে মানি। একটু সময় লাগবে। আজকে অনাকাঙ্ক্ষিতভাবে ছাত্রলীগ নেতা অনি তিনজন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত। তাৎক্ষণিক আমরা কলেজের সকল শিক্ষকেরা মিটিং করে মামলা করার প্রস্তুতি নিয়েছি।’’
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনজন ছাত্রকে ক্লাস করার অপরাধে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো মামলা হয়নি। মামলা বা অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৪২ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে