দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দিতে নিজের ঘরে পিস্তলসহ ভিডিও ধারণকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওই যুবকের নাম—শরীফ হোসেন। তিনি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মণির হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গৌরীপুর থানা-পুলিশ।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে-ভিডিওটি অনেক আগের। এর সঙ্গে আর কারা কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তদন্ত হচ্ছে।’ ওই যুবককে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার গ্রেপ্তার যুবক শরীফের অস্ত্রসহ দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে মুন্না নামে স্থানীয় আরেক যুবকের সঙ্গে অস্ত্র আদান-প্রদান করতে দেখা যায় শরীফকে। যদিও মুন্না নামের ওই যুবক প্রায় এক বছর হলো মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
ছড়িয়ে পড়া ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, হাতে একটি পিস্তল নিয়ে নিজেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন শরীফ। ঘরের ভেতরে তিনি গুলিভরা পিস্তল নেড়েচেড়ে দেখছেন। একপর্যায়ে ম্যাগাজিন খুলে পিস্তল নিয়ে তিনি নানাভাবে পোজও দিচ্ছেন।
অন্যদিকে, ১ মিনিট ৪ সেকেন্ডের আরেক ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার শরীফ মুন্না নামের ওই যুবককে একটি শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো পিস্তল দিচ্ছেন। এ সময় অস্ত্র বুঝে পেয়েছে কি না তা, নিয়ে দুজনের মধ্যে কথা চলছিল।

কুমিল্লা জেলার দাউদকান্দিতে নিজের ঘরে পিস্তলসহ ভিডিও ধারণকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওই যুবকের নাম—শরীফ হোসেন। তিনি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মণির হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গৌরীপুর থানা-পুলিশ।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে-ভিডিওটি অনেক আগের। এর সঙ্গে আর কারা কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তদন্ত হচ্ছে।’ ওই যুবককে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার গ্রেপ্তার যুবক শরীফের অস্ত্রসহ দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে মুন্না নামে স্থানীয় আরেক যুবকের সঙ্গে অস্ত্র আদান-প্রদান করতে দেখা যায় শরীফকে। যদিও মুন্না নামের ওই যুবক প্রায় এক বছর হলো মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
ছড়িয়ে পড়া ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, হাতে একটি পিস্তল নিয়ে নিজেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন শরীফ। ঘরের ভেতরে তিনি গুলিভরা পিস্তল নেড়েচেড়ে দেখছেন। একপর্যায়ে ম্যাগাজিন খুলে পিস্তল নিয়ে তিনি নানাভাবে পোজও দিচ্ছেন।
অন্যদিকে, ১ মিনিট ৪ সেকেন্ডের আরেক ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার শরীফ মুন্না নামের ওই যুবককে একটি শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো পিস্তল দিচ্ছেন। এ সময় অস্ত্র বুঝে পেয়েছে কি না তা, নিয়ে দুজনের মধ্যে কথা চলছিল।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে