কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা আছে।
আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম ও মোস্তফার রেজোয়ান হায়দার এবং উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চার আরোহীকে গ্রেপ্তার ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর মোস্তফার রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠাকুরপাড়ার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা আছে।
আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম ও মোস্তফার রেজোয়ান হায়দার এবং উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চার আরোহীকে গ্রেপ্তার ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর মোস্তফার রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠাকুরপাড়ার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪৪ মিনিট আগে