Ajker Patrika

কুমিল্লায় মানবাধিকারকর্মী ওপর হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি  
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮: ৪১
কুমিল্লায় মানবাধিকারকর্মী ওপর হামলার অভিযোগ
ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্র। ছবি: সংগৃহীত

কুমিল্লার মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

আজ বুধবার আহত ব্যবসায়ী চিকিৎসা শেষে এ অভিযোগ করেন। এর আগে গত সোমবার তিনি হামলার শিকার হন। মওদুদ আবদুল্লাহ শুভ্র নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী।

অভিযোগে জানা গেছে, শুভ্র পুরাতন চৌধুরীপাড়ায় নির্মাণসামগ্রীর ব্যবসা করেন। সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজেরা শুভ্রর কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাঁকে প্রাণনাশের জন্য হুমকি দিচ্ছিল। সোমবার তাঁর ওপর হামলাও চালায়। তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা সন্ত্রাসীরা শুভ্রর ওপর আঘাত করে তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

শুভ্র বলেন, ‘আমি কর্মস্থলে যাওয়ার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর জখম করে। আমি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমাকে প্রাণনাশের জন্য হামলা করা ও ছিনতাই, চাঁদাবাজির জন্য কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করি।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ অভিযুক্তদের দ্রুত ধরতে চেষ্টা করছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘আমি যোগদানের পরপর বলেছি, কুমিল্লায় এখন থেকে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আমি কোতোয়ালি থানার ওসির সঙ্গে কথা বলে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত