কুবি প্রতিনিধি

যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আটক দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী বডি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পদাবনতি করা দুই শিক্ষক হলেন ইংরেজি বিভাগের মো. রেজওয়ান তালুকদার ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন। তাঁদের মধ্যে আলী রেজওয়ানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়।
একই সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৪ তম আবর্তন) শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ।
জানা গেছে, ২০২০ সালে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে খারাপ মন্তব্য করার অভিযোগ ওঠে। পরে তাঁকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও তিন শিক্ষার্থীকে এখতিয়ার বহির্ভূতভাবে পরীক্ষায় নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ অক্টোবর তদন্তের স্বার্থে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ বহিরাগত একজনকে আটক করে প্রক্টোরিয়াল বডি। তাঁরা হলেন তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ। তাঁদের নিজ বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং বহিরাগত আরেকজনকে তাঁর অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, সিন্ডিকেট সভায় সবার সিদ্ধান্তক্রমেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত না, আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিন্ডিকেটের সব সদস্যের মত থাকে এখানে।

যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আটক দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী বডি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পদাবনতি করা দুই শিক্ষক হলেন ইংরেজি বিভাগের মো. রেজওয়ান তালুকদার ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন। তাঁদের মধ্যে আলী রেজওয়ানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়।
একই সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৪ তম আবর্তন) শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ।
জানা গেছে, ২০২০ সালে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে খারাপ মন্তব্য করার অভিযোগ ওঠে। পরে তাঁকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও তিন শিক্ষার্থীকে এখতিয়ার বহির্ভূতভাবে পরীক্ষায় নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ অক্টোবর তদন্তের স্বার্থে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ বহিরাগত একজনকে আটক করে প্রক্টোরিয়াল বডি। তাঁরা হলেন তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ। তাঁদের নিজ বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং বহিরাগত আরেকজনকে তাঁর অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, সিন্ডিকেট সভায় সবার সিদ্ধান্তক্রমেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত না, আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিন্ডিকেটের সব সদস্যের মত থাকে এখানে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৭ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১০ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৪ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৬ মিনিট আগে