বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে চেকার মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে সড়কে এই বিক্ষোভ মিছিল হয়।
এ ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করার কথা জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহন বাস মালিক-শ্রমিকেরা। এদিকে এই হত্যাকাণ্ডে ঢাকার পরিবহন মালিকদের একটি পক্ষ সরাসরি জড়িত বলে দাবি করেছেন মৃতের স্ত্রী পারভীন আক্তার।
জানা যায়, ১০ নভেম্বর মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক মিলে চেকার মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান বোরহান উদ্দিন। এর দুই দিন পর ১২ নভেম্বর বোরহান উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাঁর স্ত্রী পারভীন তাঁকে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে যান। ওই দিন সকাল সাড়ে ১০টায় রায়হানের মৃত্যু হয়।
ওই দিন রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ প্রসঙ্গে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) কামাল হোসেন জানান, আসামিরা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে চেকার মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে সড়কে এই বিক্ষোভ মিছিল হয়।
এ ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করার কথা জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহন বাস মালিক-শ্রমিকেরা। এদিকে এই হত্যাকাণ্ডে ঢাকার পরিবহন মালিকদের একটি পক্ষ সরাসরি জড়িত বলে দাবি করেছেন মৃতের স্ত্রী পারভীন আক্তার।
জানা যায়, ১০ নভেম্বর মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক মিলে চেকার মো. বোরহান উদ্দিন ভূঁইয়াকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান বোরহান উদ্দিন। এর দুই দিন পর ১২ নভেম্বর বোরহান উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাঁর স্ত্রী পারভীন তাঁকে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে যান। ওই দিন সকাল সাড়ে ১০টায় রায়হানের মৃত্যু হয়।
ওই দিন রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ প্রসঙ্গে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) কামাল হোসেন জানান, আসামিরা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে