চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে ব্যবসায়ীসহ তাঁর পরিবারের ৮ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিন ওরফে নাসির ডিলারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যবসায়ী নাসির উদ্দিনের ছেলে মোতাহার হোসেন আজকের পত্রিকাকে জানান, গোপালনগর গ্রামের বজলুর রহমান ওরফে বজলু মেম্বার ও তাঁর সহযোগী পাশের যশপুর গ্রামের আবদুর রহিমের নেতৃত্ব অন্তত ১৫ জন সন্ত্রাসী রামদা, ছেনি, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
মোতাহার হোসেন বলেন, ‘পাশের নালঘর বাজারে আমাদের রড, সিমেন্ট, ধান, চালসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। প্রায় ৬ মাস আগে বজলু মেম্বার তাঁর লোকজন নিয়ে এসে আমাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আমরা এ ঘটনায় মামলা করি, কিছুদিন আগে সেই মামলায় আদালত বজলু মেম্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরই মধ্যে গত ১৪ জুলাই বজলু ও রশিদ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার বাবা ও ভাইকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা আরেকটি মামলা করি আদালতে। দু’টি মামলা করায় বজলু আমাদের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং বেশ কিছুদিন ধরে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। মামলা তুলে না নেওয়ায় হত্যার উদ্দেশ্যে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’
মোতাহার আরও বলেন, ‘সন্ত্রাসীরা যাকে যেখানে পেয়েছে, সেখানেই কুপিয়েছে। আমরা সন্ত্রাসী ও চাঁদাবাজ বজলু মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পরিবেশ শান্ত রয়েছে। আগের মামলায় ওয়ারেন্ট থাকায় বজলু মেম্বারকে আমরা গ্রেপ্তার করেছি। শুক্রবার বিকেলে হামলার ঘটনায় আহতরা এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে সেই মামলায়ও বজলু মেম্বারকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া অন্য জড়িতদেরও গ্রেপ্তার করা হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে ব্যবসায়ীসহ তাঁর পরিবারের ৮ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিন ওরফে নাসির ডিলারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যবসায়ী নাসির উদ্দিনের ছেলে মোতাহার হোসেন আজকের পত্রিকাকে জানান, গোপালনগর গ্রামের বজলুর রহমান ওরফে বজলু মেম্বার ও তাঁর সহযোগী পাশের যশপুর গ্রামের আবদুর রহিমের নেতৃত্ব অন্তত ১৫ জন সন্ত্রাসী রামদা, ছেনি, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
মোতাহার হোসেন বলেন, ‘পাশের নালঘর বাজারে আমাদের রড, সিমেন্ট, ধান, চালসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। প্রায় ৬ মাস আগে বজলু মেম্বার তাঁর লোকজন নিয়ে এসে আমাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আমরা এ ঘটনায় মামলা করি, কিছুদিন আগে সেই মামলায় আদালত বজলু মেম্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরই মধ্যে গত ১৪ জুলাই বজলু ও রশিদ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার বাবা ও ভাইকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা আরেকটি মামলা করি আদালতে। দু’টি মামলা করায় বজলু আমাদের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং বেশ কিছুদিন ধরে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। মামলা তুলে না নেওয়ায় হত্যার উদ্দেশ্যে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’
মোতাহার আরও বলেন, ‘সন্ত্রাসীরা যাকে যেখানে পেয়েছে, সেখানেই কুপিয়েছে। আমরা সন্ত্রাসী ও চাঁদাবাজ বজলু মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পরিবেশ শান্ত রয়েছে। আগের মামলায় ওয়ারেন্ট থাকায় বজলু মেম্বারকে আমরা গ্রেপ্তার করেছি। শুক্রবার বিকেলে হামলার ঘটনায় আহতরা এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে সেই মামলায়ও বজলু মেম্বারকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া অন্য জড়িতদেরও গ্রেপ্তার করা হবে।’

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে