কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিনহাদুল হাসান রাফি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি। তিনি গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, রাফিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বিকেলে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা থেকে গোপনে দেশে ফেরেন মিনহাদুল হাসান রাফি। গতকাল তিনি কুমিল্লা শহরে প্রবেশ করেন—এমন খবরে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাফিকে জিজ্ঞাসাবাদে আন্দোলনের তহবিল, গোপন বৈঠক ও সীমান্তপথে যাতায়াত-সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র আরও জানায়, রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলা সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধন, উসকানিমূলক স্লোগান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রয়েছে।
উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর কুমিল্লাসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, গোপন বৈঠক ও অস্থিরতা সৃষ্টির অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, সংগঠন নিষিদ্ধ ঘোষণার পরও রাফি কুমিল্লার বিভিন্ন এলাকায় রাতে ছোট ছোট মিছিলে নেতৃত্ব দেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের বিঘ্ন সৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিনহাদুল হাসান রাফি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি। তিনি গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, রাফিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বিকেলে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা থেকে গোপনে দেশে ফেরেন মিনহাদুল হাসান রাফি। গতকাল তিনি কুমিল্লা শহরে প্রবেশ করেন—এমন খবরে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাফিকে জিজ্ঞাসাবাদে আন্দোলনের তহবিল, গোপন বৈঠক ও সীমান্তপথে যাতায়াত-সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র আরও জানায়, রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলা সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধন, উসকানিমূলক স্লোগান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রয়েছে।
উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর কুমিল্লাসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, গোপন বৈঠক ও অস্থিরতা সৃষ্টির অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, সংগঠন নিষিদ্ধ ঘোষণার পরও রাফি কুমিল্লার বিভিন্ন এলাকায় রাতে ছোট ছোট মিছিলে নেতৃত্ব দেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের বিঘ্ন সৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৭ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে