তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ‘আধ্যাত্মিক পাগল’ হাজি আমির হোসেন ওরফে বিষা পাগলার ঘরে ২ কোটি ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা, প্রায় ৫ ভরি স্বর্ণ ও একটি আইফোন পাওয়া গেছে।
আজ বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিষা পাগলার আত্মীয় ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁর ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিষা পাগলা। তাঁর কোনো স্ত্রী-সন্তান নেই। তাঁকে দাফনের পর থেকেই তাঁর আত্মীয়রা ধারণা করছিলেন ঘরে বিপুল পরিমাণ টাকাপয়সা থাকতে পারে। এমন ধারণা থেকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ঘরের সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। তিতাস থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। টাকাগুলো বস্তাবন্দী করে বিষা পাগলার একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়।
পরে আজ বুধবার পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী মিলে টাকা গণনা করেন। এ সময় ঘরের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। টাকাগুলো বিষা পাগলার বড় ভাই আওলাদ হোসেন, ছোট ভাই জামাল হোসেন, বোন মোর্শেদা, পালক মেয়ে তাসলিমা ও ভাতিজা মিঠুর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিষা পাগলার বড় ভাই আওলাদ বলেন, ‘আমার ভাই একজন আধ্যাত্মিক পাগল ছিল। তার কাছে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসত এবং মানুষও তাকে ভালোবেসে টাকাপয়সা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেত। এগুলো সে জমিয়ে রাখত। কিন্তু মৃত্যুর পর তার ঘরে এত টাকা পাওয়া যাবে সেটি আমরা কল্পনাও করতে পারিনি।’
আওলাদ আরও বলেন, ‘জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিল রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি মাজার তৈরি করব।’
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিষা পাগলা নামে এক আধ্যাত্মিক পাগলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। টাকাগুলো উদ্ধার করে তাঁর আত্মীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ‘আধ্যাত্মিক পাগল’ হাজি আমির হোসেন ওরফে বিষা পাগলার ঘরে ২ কোটি ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা, প্রায় ৫ ভরি স্বর্ণ ও একটি আইফোন পাওয়া গেছে।
আজ বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিষা পাগলার আত্মীয় ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁর ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিষা পাগলা। তাঁর কোনো স্ত্রী-সন্তান নেই। তাঁকে দাফনের পর থেকেই তাঁর আত্মীয়রা ধারণা করছিলেন ঘরে বিপুল পরিমাণ টাকাপয়সা থাকতে পারে। এমন ধারণা থেকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ঘরের সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। তিতাস থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। টাকাগুলো বস্তাবন্দী করে বিষা পাগলার একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়।
পরে আজ বুধবার পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী মিলে টাকা গণনা করেন। এ সময় ঘরের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। টাকাগুলো বিষা পাগলার বড় ভাই আওলাদ হোসেন, ছোট ভাই জামাল হোসেন, বোন মোর্শেদা, পালক মেয়ে তাসলিমা ও ভাতিজা মিঠুর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিষা পাগলার বড় ভাই আওলাদ বলেন, ‘আমার ভাই একজন আধ্যাত্মিক পাগল ছিল। তার কাছে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসত এবং মানুষও তাকে ভালোবেসে টাকাপয়সা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেত। এগুলো সে জমিয়ে রাখত। কিন্তু মৃত্যুর পর তার ঘরে এত টাকা পাওয়া যাবে সেটি আমরা কল্পনাও করতে পারিনি।’
আওলাদ আরও বলেন, ‘জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিল রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি মাজার তৈরি করব।’
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিষা পাগলা নামে এক আধ্যাত্মিক পাগলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। টাকাগুলো উদ্ধার করে তাঁর আত্মীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৪ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে