দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি করা হয়। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
সরেজমিন জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান বলেন, ‘অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশাচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।’
জানা গেছে, ঈদের আগের দিন বুধবার রাত ৯টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। এক দিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তাঁর হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।’
ওসি মো. শাহীনূর বলেন, ‘ঈদের পর মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি করা হয়। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
সরেজমিন জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান বলেন, ‘অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশাচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।’
জানা গেছে, ঈদের আগের দিন বুধবার রাত ৯টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। এক দিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তাঁর হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।’
ওসি মো. শাহীনূর বলেন, ‘ঈদের পর মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৮ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে