কুমিল্লা প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১২ স্থানে যানজটের শঙ্কা রয়েছে। সেগুলোকে গুরুত্ব দিয়ে সড়ক নিরাপত্তা সাজিয়েছে প্রশাসন।
ঈদুল ফিতরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরবানির ঈদের আগে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সহযোগিতা করবে। এ ছাড়া বিআরটিএ, বাস মালিক সমিতি, বাজার কমিটির প্রতিনিধি ও রোভার স্কাউটের সদস্যরা তদারকি দলে অংশ নেবেন।
আজ রোববার কুমিল্লা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভায় মহাসড়কে যানজটের সম্ভাব্য স্থানগুলোর মধ্যে দাউদকান্দির গৌরীপুর বাজার ও ইলিয়টগঞ্জ বাজার, চান্দিনার মাধাইয়া বাজার ও চান্দিনা বাজার (বাগুড়), বুড়িচংয়ের নিমসার বাজার ও কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর বাজার, আদর্শ সদরের ময়নামতি ক্যান্টনমেন্ট মোড় ও আলেখার চর, সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী বাজার ও কোটবাড়ী ইউটার্ন এবং চৌদ্দগ্রামের চৌদ্দগ্রাম বাজারকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।
সভায় হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের মোট ২৬টি পয়েন্টকে গুরুত্ব দিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থাপনা সাজানো হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১২টি পয়েন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া মহাসড়কের কোথাও যেন কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কিংবা রাতে মহাসড়কে যেন কোনো ছিনতাই ও ডাকাতির ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে যাত্রীবাহী কোনো পরিবহন যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে, সে বিষয়ে পর্যবেক্ষক দল মাঠে থাকবে। পরিবহনমালিকের স্ট্যান্ডে প্রকাশ্যে ভাড়ার তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মহাসড়কের ওপর দাঁড়িয়ে কোনো বাস যেন যাত্রী ওঠানামা না করাতে পারে, সে জন্য আগে থেকেই চালকদের সচেতন করার জন্য মালিক-শ্রমিক নেতাদের অনুরোধ করা হয়।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা, ক্যাপ্টেন মাহবুব তাজ, বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব জলিস আব্দুর রব, পরিবহন নেতা মো. ইদ্রিস মিয়া, মোহাম্মদ আলী হোসেন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন প্রমুখ।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১২ স্থানে যানজটের শঙ্কা রয়েছে। সেগুলোকে গুরুত্ব দিয়ে সড়ক নিরাপত্তা সাজিয়েছে প্রশাসন।
ঈদুল ফিতরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরবানির ঈদের আগে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সহযোগিতা করবে। এ ছাড়া বিআরটিএ, বাস মালিক সমিতি, বাজার কমিটির প্রতিনিধি ও রোভার স্কাউটের সদস্যরা তদারকি দলে অংশ নেবেন।
আজ রোববার কুমিল্লা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভায় মহাসড়কে যানজটের সম্ভাব্য স্থানগুলোর মধ্যে দাউদকান্দির গৌরীপুর বাজার ও ইলিয়টগঞ্জ বাজার, চান্দিনার মাধাইয়া বাজার ও চান্দিনা বাজার (বাগুড়), বুড়িচংয়ের নিমসার বাজার ও কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর বাজার, আদর্শ সদরের ময়নামতি ক্যান্টনমেন্ট মোড় ও আলেখার চর, সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী বাজার ও কোটবাড়ী ইউটার্ন এবং চৌদ্দগ্রামের চৌদ্দগ্রাম বাজারকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।
সভায় হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের মোট ২৬টি পয়েন্টকে গুরুত্ব দিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থাপনা সাজানো হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১২টি পয়েন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া মহাসড়কের কোথাও যেন কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কিংবা রাতে মহাসড়কে যেন কোনো ছিনতাই ও ডাকাতির ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে যাত্রীবাহী কোনো পরিবহন যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে, সে বিষয়ে পর্যবেক্ষক দল মাঠে থাকবে। পরিবহনমালিকের স্ট্যান্ডে প্রকাশ্যে ভাড়ার তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মহাসড়কের ওপর দাঁড়িয়ে কোনো বাস যেন যাত্রী ওঠানামা না করাতে পারে, সে জন্য আগে থেকেই চালকদের সচেতন করার জন্য মালিক-শ্রমিক নেতাদের অনুরোধ করা হয়।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা, ক্যাপ্টেন মাহবুব তাজ, বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব জলিস আব্দুর রব, পরিবহন নেতা মো. ইদ্রিস মিয়া, মোহাম্মদ আলী হোসেন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন প্রমুখ।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে