কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ ভবঘুরের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন যুবক ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
নিহত যুবকদের একজন কুমিল্লার দেবীদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮)। আরেকজনের নাম মো. তুহিন (১৭) বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, এরা সবাই ভবঘুরে ছিল। বিভিন্ন স্টেশনে এরা ঘুরে বেড়াত।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই তিন যুবক মারা গেছেন। তাঁরা ভবঘুরে যুবক। তাঁদের প্রায়ই ট্রেনে এবং রেল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর মধ্যে একজনের স্বজনেরা এসে মরদেহ নেবেন না বলে লিখিত দিয়ে গেছেন। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মো. শাহেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিনের মতো তিনি ফজরের নামাজ পড়ে রেললাইনের পাশে দিয়ে হাঁটতে বের হন। তখন তিনি দেখেন তিনটি মরদেহ পড়ে আছে। একটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, অপর দুজনের দেহ থেকে পা বিচ্ছিন্ন ছিল। তখন দুজন জীবিত ছিলেন। তিনি বলেন, ‘এদের মধ্যে একজন আমার কাছে পানি চেয়েছিল। আমার বাসা দূরে থাকায় পানি আনতে পারিনি। এরই মধ্যে তারা মারা যায়।’
সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান।’ তিনি বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন যুবক ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
নিহত যুবকদের একজন কুমিল্লার দেবীদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮)। আরেকজনের নাম মো. তুহিন (১৭) বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, এরা সবাই ভবঘুরে ছিল। বিভিন্ন স্টেশনে এরা ঘুরে বেড়াত।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই তিন যুবক মারা গেছেন। তাঁরা ভবঘুরে যুবক। তাঁদের প্রায়ই ট্রেনে এবং রেল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর মধ্যে একজনের স্বজনেরা এসে মরদেহ নেবেন না বলে লিখিত দিয়ে গেছেন। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মো. শাহেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিনের মতো তিনি ফজরের নামাজ পড়ে রেললাইনের পাশে দিয়ে হাঁটতে বের হন। তখন তিনি দেখেন তিনটি মরদেহ পড়ে আছে। একটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, অপর দুজনের দেহ থেকে পা বিচ্ছিন্ন ছিল। তখন দুজন জীবিত ছিলেন। তিনি বলেন, ‘এদের মধ্যে একজন আমার কাছে পানি চেয়েছিল। আমার বাসা দূরে থাকায় পানি আনতে পারিনি। এরই মধ্যে তারা মারা যায়।’
সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান।’ তিনি বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে