কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন ও কনস্টেবল মামুন।
গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলোইবতি গ্রামের আব্দুর রহিম (৪৯) ও কুমিল্লার লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো. সাব্বির (১৭)।
পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের সামনে রড ফেলে ছয়জন ডাকাতি করছিল। প্রাইভেট কারে ছিলেন আহাম্মাদ হোসেন নামে একজন সুইডেনপ্রবাসী। তিনি ঢাকা থেকে ফেনীতে আসছিলেন। ওই সময় টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ঘটনাটি বুঝতে পেরে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মো. রহিম ও সাব্বির নামে দুজন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে রহিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই প্রবাসীর কাছ থেকে নেওয়া ল্যাপটপ, মোবাইল ফোন, ডলারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত দুই পুলিশ সদস্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আজ রোববার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’
ঘটনার পরপরই পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন ও কনস্টেবল মামুন।
গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলোইবতি গ্রামের আব্দুর রহিম (৪৯) ও কুমিল্লার লালমাই উপজেলার হতগড়া গ্রামের মো. সাব্বির (১৭)।
পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের সামনে রড ফেলে ছয়জন ডাকাতি করছিল। প্রাইভেট কারে ছিলেন আহাম্মাদ হোসেন নামে একজন সুইডেনপ্রবাসী। তিনি ঢাকা থেকে ফেনীতে আসছিলেন। ওই সময় টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ঘটনাটি বুঝতে পেরে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মো. রহিম ও সাব্বির নামে দুজন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে রহিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই প্রবাসীর কাছ থেকে নেওয়া ল্যাপটপ, মোবাইল ফোন, ডলারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত দুই পুলিশ সদস্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আজ রোববার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’
ঘটনার পরপরই পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে