ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আবদুল জলিল মিয়া নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন তাঁর ছেলে। মারধরের ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়।
আজ শনিবার সকালে অভিযুক্ত ছেলে আবদুল মান্নানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁকে দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে গত কয়েক দিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। ছেলে বৃদ্ধ বাবাকে দিয়ে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধ বাবা তাঁর ঘরেই ছিলেন। ঘরের ভেতর তিনি বৃদ্ধ বাবার জামাকাপড় ছিঁড়ে ফেলেন। এ সময় ওই বৃদ্ধ ঘর থেকে বের হওয়ার পর লাঠি দিয়ে বাবাকে পেটাতে থাকেন ছেলে। এ সময় চিৎকার করতে থাকেন এই বৃদ্ধ বাবা।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র। এরপর তাঁকে গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় লোকজন।
শনিবার সকালে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ আবদুল মান্নানকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মান্নানের বড় ভাই নাঈম ইসলাম বাদী হয়ে বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় একটি মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃদ্ধ বাবা আবদুল জলিল মিয়া এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, জমি লিখে দেওয়ার জন্য তাঁর ছেলে চাপ দিয়ে আসছেন। জমি লিখে না দেওয়ায় তাঁকে এভাবে বেধড়ক মারধরের শিকার হতে হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা আজকের পত্রিকাকে বলেন, জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর ঘটনা ভাইরাল হলে চারদিকে নিন্দার ঝড় ওঠে। শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাঁকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ঘটনাটি অত্যন্ত ঘৃণিত কাজ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আবদুল জলিল মিয়া নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন তাঁর ছেলে। মারধরের ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়।
আজ শনিবার সকালে অভিযুক্ত ছেলে আবদুল মান্নানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁকে দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে গত কয়েক দিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। ছেলে বৃদ্ধ বাবাকে দিয়ে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধ বাবা তাঁর ঘরেই ছিলেন। ঘরের ভেতর তিনি বৃদ্ধ বাবার জামাকাপড় ছিঁড়ে ফেলেন। এ সময় ওই বৃদ্ধ ঘর থেকে বের হওয়ার পর লাঠি দিয়ে বাবাকে পেটাতে থাকেন ছেলে। এ সময় চিৎকার করতে থাকেন এই বৃদ্ধ বাবা।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র। এরপর তাঁকে গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় লোকজন।
শনিবার সকালে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ আবদুল মান্নানকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মান্নানের বড় ভাই নাঈম ইসলাম বাদী হয়ে বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় একটি মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃদ্ধ বাবা আবদুল জলিল মিয়া এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, জমি লিখে দেওয়ার জন্য তাঁর ছেলে চাপ দিয়ে আসছেন। জমি লিখে না দেওয়ায় তাঁকে এভাবে বেধড়ক মারধরের শিকার হতে হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা আজকের পত্রিকাকে বলেন, জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর ঘটনা ভাইরাল হলে চারদিকে নিন্দার ঝড় ওঠে। শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাঁকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ঘটনাটি অত্যন্ত ঘৃণিত কাজ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দুরহাট ছড়া এলাকায় খাল পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে দুটি জলবায়ু সহনশীল ভেলা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট...
১ ঘণ্টা আগে