কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী হয়েছেন। গত বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রার্থীরা হলেন—সভাপতি পদে ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে মো. তারেক, সিনিয়র সহসভাপতি পদে মো. জাকারিয়া। এ ছাড়া সহসভাপতি পদে ফখরুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) নুরুল ইসলাম সায়েম, সহসাধারণ সম্পাদক (হিসাব) মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
অন্যদিকে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন, সাধারণ সম্পাদক তওহীদুল আনোয়ার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তাহের-২, সহসভাপতি নাজিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) সাহাব উদ্দিন সাহিব, সহসাধারণ সম্পাদক (হিসাব) মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাহীন এবং আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আরাফাত বাপ্পা। এ ছাড়া দুই প্যানেলে নয়টি সদস্য পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর পরদিন ২০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মুহাম্মদ বাকের।
আইনজীবী সমিতি সূত্র জানায়, সমিতির মোট ভোটার সংখ্যা ৮১০ জন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের ভোট কেন্দ্রে ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে রয়েছেন ৫৯ জন। আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী হয়েছেন। গত বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রার্থীরা হলেন—সভাপতি পদে ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে মো. তারেক, সিনিয়র সহসভাপতি পদে মো. জাকারিয়া। এ ছাড়া সহসভাপতি পদে ফখরুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) নুরুল ইসলাম সায়েম, সহসাধারণ সম্পাদক (হিসাব) মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
অন্যদিকে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন, সাধারণ সম্পাদক তওহীদুল আনোয়ার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তাহের-২, সহসভাপতি নাজিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) সাহাব উদ্দিন সাহিব, সহসাধারণ সম্পাদক (হিসাব) মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাহীন এবং আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আরাফাত বাপ্পা। এ ছাড়া দুই প্যানেলে নয়টি সদস্য পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর পরদিন ২০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মুহাম্মদ বাকের।
আইনজীবী সমিতি সূত্র জানায়, সমিতির মোট ভোটার সংখ্যা ৮১০ জন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের ভোট কেন্দ্রে ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে রয়েছেন ৫৯ জন। আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১২ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে