কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্য সৈয়দুল আমিনকে (২৪) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে দুটি অত্যাধুনিক সামরিক হ্যান্ড গ্রেনেড, একটি দেশে তৈরি শটগান ও চার রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এম-১৭ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সৈয়দুল আমিন একই ক্যাম্পের এল-১৮ ব্লকের বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এম-১৭ ব্লকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যরা অবস্থান করছে এ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আরসার শীর্ষ সদস্য সৈয়দুল আমিনকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও প্যান্টের পকেটে থাকা দুইটি অত্যাধুনিক সামরিক হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।’
খন্দকার ফজলে রাব্বী বলেন, আটক আসামি সৈয়দুল আমিনের বিরুদ্ধে সাতটি হত্যা ও দুটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে সোমবার বিকেলে একই রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান এবং এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
এ ছাড়া শুক্রবার রাতে উপজেলার পালংখালী বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবির-সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯টি অত্যাধুনিক সামরিক গ্রেনেড উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে চারটি আরজেস হ্যান্ড গ্রেনেড ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ‘উদ্ধার হওয়া গ্রেনেডগুলো কীভাবে এল, কারা এর পেছনে জড়িত, সে রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্য সৈয়দুল আমিনকে (২৪) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে দুটি অত্যাধুনিক সামরিক হ্যান্ড গ্রেনেড, একটি দেশে তৈরি শটগান ও চার রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এম-১৭ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সৈয়দুল আমিন একই ক্যাম্পের এল-১৮ ব্লকের বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এম-১৭ ব্লকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যরা অবস্থান করছে এ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আরসার শীর্ষ সদস্য সৈয়দুল আমিনকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও প্যান্টের পকেটে থাকা দুইটি অত্যাধুনিক সামরিক হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।’
খন্দকার ফজলে রাব্বী বলেন, আটক আসামি সৈয়দুল আমিনের বিরুদ্ধে সাতটি হত্যা ও দুটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে সোমবার বিকেলে একই রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান এবং এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
এ ছাড়া শুক্রবার রাতে উপজেলার পালংখালী বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবির-সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯টি অত্যাধুনিক সামরিক গ্রেনেড উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে চারটি আরজেস হ্যান্ড গ্রেনেড ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ‘উদ্ধার হওয়া গ্রেনেডগুলো কীভাবে এল, কারা এর পেছনে জড়িত, সে রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
১৪ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৩২ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ফরিদপুরে এক রাতে দুই স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলায় মহাসড়কের পাশের একটি পেট্রলপাম্পে ঢোকে ১১ সদস্যের ডাকাত দল। মাত্র ৫ মিনিটে কর্মচারীদের বেঁধে রেখে প্রায় ২ লাখ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। অন্যদিকে একই রাতে বোয়ালমারী উপজেলার
৪২ মিনিট আগে