কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দু রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)।
শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বলেন, সকালে চার জেলে নৌকা নিয়ে নাফ নদীর মোহনায় মাছ ধরতে নামেন। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা লোকজন অস্ত্রের মুখে তাঁদের নৌকাটিকে ঘিরে ফেলে। পরে নৌকাসহ জেলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায় স্পিডবোটটি। ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্ট গার্ড জানতে পেরেছে। পরে বিষয়টি কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
শাহপরীর দ্বীপের নৌকা মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি বলেন, মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত ৮ ডিসেম্বের রাখাইন রাজ্যের মোংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এর পর থেকে নাফ নদীতে তাদের জলসীমানায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দু রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)।
শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বলেন, সকালে চার জেলে নৌকা নিয়ে নাফ নদীর মোহনায় মাছ ধরতে নামেন। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা লোকজন অস্ত্রের মুখে তাঁদের নৌকাটিকে ঘিরে ফেলে। পরে নৌকাসহ জেলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায় স্পিডবোটটি। ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্ট গার্ড জানতে পেরেছে। পরে বিষয়টি কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
শাহপরীর দ্বীপের নৌকা মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি বলেন, মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত ৮ ডিসেম্বের রাখাইন রাজ্যের মোংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এর পর থেকে নাফ নদীতে তাদের জলসীমানায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
৩ মিনিট আগে
মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩৩ মিনিট আগে