কক্সবাজার প্রতিনিধি

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে ৫ ঘণ্টা বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরের পর্যটনজোন কলাতলীর ডলফিন মোড়ে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এতে কলাতলীর উভয় পাশের সড়ক ও মেরিনড্রাইভ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা অবিলম্বে সেন্ট মার্টিন ভ্রমণে পরিবেশ মন্ত্রণালয়ের আরোপিত শর্ত তুলে নেওয়ার পাশাপাশি দ্বীপে জাহাজ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও স্লোগান দেন।
পরে ৫ ঘণ্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন উপস্থিত হয়ে আন্দোলনকারীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত আছেন বলে জানিয়ে অবরোধ প্রত্যাহার করেন। সেখানে তিনি বলেন, ‘আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে ডিসি স্যার ও কর্মকর্তাদের কথা হয়েছে। দাবি-দাওয়ার বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সব দাবি মেনে নেওয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।’
আন্দোলনকারীদের সমন্বয়ক আব্দুল মালেক বলেন, ‘পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে দ্বীপের বাসিন্দারা আন্দোলনে থাকবে।’
এদিকে ৫ ঘণ্টার বেশি সময় কক্সবাজার অচল হয়ে পড়েছিল। শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যটক ও স্থানীয়রা চলাচল করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন।
এই আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুট মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচলে ঝুঁকি রয়েছে। জাহাজ মালিকরা কক্সবাজার শহর থেকে মানুষ জড়ো করে আন্দোলনের নামে মানুষ জিন্মি করার বিষয়টি দুঃখজনক।

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে ৫ ঘণ্টা বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরের পর্যটনজোন কলাতলীর ডলফিন মোড়ে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এতে কলাতলীর উভয় পাশের সড়ক ও মেরিনড্রাইভ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা অবিলম্বে সেন্ট মার্টিন ভ্রমণে পরিবেশ মন্ত্রণালয়ের আরোপিত শর্ত তুলে নেওয়ার পাশাপাশি দ্বীপে জাহাজ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও স্লোগান দেন।
পরে ৫ ঘণ্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন উপস্থিত হয়ে আন্দোলনকারীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত আছেন বলে জানিয়ে অবরোধ প্রত্যাহার করেন। সেখানে তিনি বলেন, ‘আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে ডিসি স্যার ও কর্মকর্তাদের কথা হয়েছে। দাবি-দাওয়ার বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সব দাবি মেনে নেওয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।’
আন্দোলনকারীদের সমন্বয়ক আব্দুল মালেক বলেন, ‘পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে দ্বীপের বাসিন্দারা আন্দোলনে থাকবে।’
এদিকে ৫ ঘণ্টার বেশি সময় কক্সবাজার অচল হয়ে পড়েছিল। শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যটক ও স্থানীয়রা চলাচল করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন।
এই আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুট মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচলে ঝুঁকি রয়েছে। জাহাজ মালিকরা কক্সবাজার শহর থেকে মানুষ জড়ো করে আন্দোলনের নামে মানুষ জিন্মি করার বিষয়টি দুঃখজনক।

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৯ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে