আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজ
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে সে দেশে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের মধ্যেও সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে ইয়াবা বড়ি, ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কক্সবাজার লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অন্তত ৩৩টি পয়েন্ট দিয়ে এসব ইয়াবা ও আইস ঢুকছে।
পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতের জন্য মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অস্ত্র কেনার জন্য টাকা দরকার। সেই টাকা জোগাড় করতে এপারে বাংলাদেশ সীমান্তে থাকা রোহিঙ্গা ও দেশি মাদক কারবারিদের কাছে অল্প দামে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে তারা। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ার সঙ্গে দেশে মাদকের চালান পাচারও বাড়ছে। পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে টেকনাফ-উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকাকেন্দ্রিক মাদকের শীর্ষ কারবারিরা।
মাদক কারবারিদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তালিকা করেছে, তাতে কক্সবাজার জেলার ১ হাজার ১৫১ জনের নাম রয়েছে। তার মধ্যে ৯১২ জনই টেকনাফের বাসিন্দা এবং দুই দফায় আত্মসমর্পণকারী মাদক কারবারির সংখ্যা ১২৩ জন। তালিকার শীর্ষ ৭৩ জন ইয়াবা কারবারির ৬৫ জনই টেকনাফের। এই তালিকার হালনাগাদ করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
স্বাভাবিক জীবনে ফেরার কথা বলে অনেকেই আত্মসমর্পণ করেছিলেন। কারাগার থেকে বের হয়ে আবার জনপ্রতিনিধিসহ বিভিন্ন দলের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার জনশ্রুতি রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, নাফ নদীতে মাছ শিকার বন্ধ ৭ বছর ৯ মাস ধরে। এতে করে প্রায় ১০ হাজার জেলে পরিবার, পাঁচ শতাধিক নৌকা ও জাল নষ্ট হয়ে পড়েছে।
২০১৭ সালের এপ্রিলে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে সরকার। অভিযোগ ছিল, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করতে এই সিদ্ধান্ত। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর নাফ নদী ও বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে সাড়ে ৮ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশের পাশাপাশি প্রতিনিয়ত নাফ নদী দিয়ে বড় বড় ইয়াবা, আইসের চালান পাচার হয়ে আসছিল।
এরপর চলতি বছরে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে নাফ নদীর টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ জেটি পর্যন্ত মাছ ধরার অনুমতি দেওয়া হয়। দীর্ঘ প্রায় ৭ বছর ৯ মাস পরে জেলেরা নাফ নদীতে মাছ ধরা শুরু করেন। এই সুযোগে আবার মাদক কারবারিরা নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকের বড় বড় চালান পাচারের সময় বিজিবি ও কোস্টগার্ডের হাতে ধরা পড়ছেন।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের মধ্যেও নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে বাংলাদেশে ইয়াবা, আইসসহ বিভিন্ন ধরনের মাদক পাচার হচ্ছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, টেকনাফের শাহপরীর দ্বীপ, নাফ নদের খুরের মুখ, ঘোলারপাড়া, দক্ষিণপাড়া, মাঝেরপাড়া সৈকত, সাবরাং কচুবনিয়া, হারিয়াখালী, কাটাবনিয়া, আলীরডেইল, মুণ্ডারডেইল, টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া সৈকত, নোয়াখালীয়াপাড়া, খোনকারপাড়া, বাহারছড়া ইউনিয়নের শামলাপুর, শীলখালী, মাথাভাঙ্গা, বড়ডেইল, উখিয়ার ইনানী, হিমছড়ি, দরিয়ানগর পয়েন্ট দিয়ে আসছে ইয়াবা ও আইসের চালান। এ ছাড়া নাফ নদীতে ইয়াবা খালাসের পয়েন্টগুলোর মধ্যে রয়েছে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া, জেটিঘাট, জালিয়াপাড়া, নোয়াপাড়া, সাবরাং; টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, কায়ুকখালীয়াপাড়া, নাইট্যংপাড়া ঘাট, বরইতলী, কেরুনতলী, হ্নীলা ইউনিয়নের লেদা, জাদিমোরা, আলীখালী, দমদমিয়া, চৌধুরীপাড়া, হ্নীলা, মৌলভীবাজার; হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী, কাঞ্চনপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং; উখিয়ার থাইংখালী, পালংখালী, বালুখালী, ঘুমধুম, রেজুপাড়া, তমব্রু, আছাড়তলী ও ঢালারমুখ।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ১৪০ ইয়াবা ও ১ কেজি ২০ গ্রাম আইস জব্দ করে। এ ছাড়া বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। এই সময় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন ২৮ লাখ ৫৪ হাজার ৬৯৫ ইয়াবা ও ১ কেজি ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘নতুন এই ব্যাটালিয়ন চালু করা হয়েছে। এর মধ্যেই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক পাচারের সময় সফলতা পেতে শুরু করেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত টেকনাফ মডেল থানায় মাদক জব্দসংক্রান্ত ১৭৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২১৯ জন আসামিকে। উদ্ধার হয়েছে ৪৯ লাখ ১৮ হাজার ইয়াবা ও ২ কেজি ১৩৮ গ্রাম আইস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরের সংঘাতের কারণে সীমান্ত দিয়ে মাদক পাচার অনেক বেড়ে গেছে। বিদ্রোহী গোষ্ঠী মাদক পাচার করে অর্থ সংগ্রহ করছে।’
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি।’
উখিয়া ও টেকনাফের সাবেক সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, কক্সবাজারে মাদকের ভয়ংকর বিস্তার ঘটেছে। এ জন্য সীমান্তে আরও নজরদারি বাড়াতে বিভিন্ন সভায় সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন আজকের পত্রিকাকে বলেন, ২২-২৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক পাচারের ঘটনা ঘটছে। এসব সীমান্ত পয়েন্টে সিসিটিভি বসিয়ে পাচারকারী শনাক্তের চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে মাদক ও চোরাচালানে জড়িত হোতাদের চিহ্নিত করতে ডেটাবেইস করা হচ্ছে।
বিজিবি কক্সবাজার অঞ্চলের (রিজিয়ন) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, সীমান্তে মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধের পাশাপাশি মিয়ানমার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে সে দেশে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের মধ্যেও সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে ইয়াবা বড়ি, ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কক্সবাজার লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অন্তত ৩৩টি পয়েন্ট দিয়ে এসব ইয়াবা ও আইস ঢুকছে।
পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতের জন্য মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অস্ত্র কেনার জন্য টাকা দরকার। সেই টাকা জোগাড় করতে এপারে বাংলাদেশ সীমান্তে থাকা রোহিঙ্গা ও দেশি মাদক কারবারিদের কাছে অল্প দামে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে তারা। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ার সঙ্গে দেশে মাদকের চালান পাচারও বাড়ছে। পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে টেকনাফ-উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকাকেন্দ্রিক মাদকের শীর্ষ কারবারিরা।
মাদক কারবারিদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তালিকা করেছে, তাতে কক্সবাজার জেলার ১ হাজার ১৫১ জনের নাম রয়েছে। তার মধ্যে ৯১২ জনই টেকনাফের বাসিন্দা এবং দুই দফায় আত্মসমর্পণকারী মাদক কারবারির সংখ্যা ১২৩ জন। তালিকার শীর্ষ ৭৩ জন ইয়াবা কারবারির ৬৫ জনই টেকনাফের। এই তালিকার হালনাগাদ করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
স্বাভাবিক জীবনে ফেরার কথা বলে অনেকেই আত্মসমর্পণ করেছিলেন। কারাগার থেকে বের হয়ে আবার জনপ্রতিনিধিসহ বিভিন্ন দলের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার জনশ্রুতি রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, নাফ নদীতে মাছ শিকার বন্ধ ৭ বছর ৯ মাস ধরে। এতে করে প্রায় ১০ হাজার জেলে পরিবার, পাঁচ শতাধিক নৌকা ও জাল নষ্ট হয়ে পড়েছে।
২০১৭ সালের এপ্রিলে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে সরকার। অভিযোগ ছিল, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করতে এই সিদ্ধান্ত। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর নাফ নদী ও বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে সাড়ে ৮ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশের পাশাপাশি প্রতিনিয়ত নাফ নদী দিয়ে বড় বড় ইয়াবা, আইসের চালান পাচার হয়ে আসছিল।
এরপর চলতি বছরে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে নাফ নদীর টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ জেটি পর্যন্ত মাছ ধরার অনুমতি দেওয়া হয়। দীর্ঘ প্রায় ৭ বছর ৯ মাস পরে জেলেরা নাফ নদীতে মাছ ধরা শুরু করেন। এই সুযোগে আবার মাদক কারবারিরা নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকের বড় বড় চালান পাচারের সময় বিজিবি ও কোস্টগার্ডের হাতে ধরা পড়ছেন।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের মধ্যেও নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে বাংলাদেশে ইয়াবা, আইসসহ বিভিন্ন ধরনের মাদক পাচার হচ্ছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, টেকনাফের শাহপরীর দ্বীপ, নাফ নদের খুরের মুখ, ঘোলারপাড়া, দক্ষিণপাড়া, মাঝেরপাড়া সৈকত, সাবরাং কচুবনিয়া, হারিয়াখালী, কাটাবনিয়া, আলীরডেইল, মুণ্ডারডেইল, টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া সৈকত, নোয়াখালীয়াপাড়া, খোনকারপাড়া, বাহারছড়া ইউনিয়নের শামলাপুর, শীলখালী, মাথাভাঙ্গা, বড়ডেইল, উখিয়ার ইনানী, হিমছড়ি, দরিয়ানগর পয়েন্ট দিয়ে আসছে ইয়াবা ও আইসের চালান। এ ছাড়া নাফ নদীতে ইয়াবা খালাসের পয়েন্টগুলোর মধ্যে রয়েছে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া, জেটিঘাট, জালিয়াপাড়া, নোয়াপাড়া, সাবরাং; টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, কায়ুকখালীয়াপাড়া, নাইট্যংপাড়া ঘাট, বরইতলী, কেরুনতলী, হ্নীলা ইউনিয়নের লেদা, জাদিমোরা, আলীখালী, দমদমিয়া, চৌধুরীপাড়া, হ্নীলা, মৌলভীবাজার; হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী, কাঞ্চনপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং; উখিয়ার থাইংখালী, পালংখালী, বালুখালী, ঘুমধুম, রেজুপাড়া, তমব্রু, আছাড়তলী ও ঢালারমুখ।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ১৪০ ইয়াবা ও ১ কেজি ২০ গ্রাম আইস জব্দ করে। এ ছাড়া বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। এই সময় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন ২৮ লাখ ৫৪ হাজার ৬৯৫ ইয়াবা ও ১ কেজি ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘নতুন এই ব্যাটালিয়ন চালু করা হয়েছে। এর মধ্যেই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক পাচারের সময় সফলতা পেতে শুরু করেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত টেকনাফ মডেল থানায় মাদক জব্দসংক্রান্ত ১৭৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২১৯ জন আসামিকে। উদ্ধার হয়েছে ৪৯ লাখ ১৮ হাজার ইয়াবা ও ২ কেজি ১৩৮ গ্রাম আইস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরের সংঘাতের কারণে সীমান্ত দিয়ে মাদক পাচার অনেক বেড়ে গেছে। বিদ্রোহী গোষ্ঠী মাদক পাচার করে অর্থ সংগ্রহ করছে।’
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি।’
উখিয়া ও টেকনাফের সাবেক সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, কক্সবাজারে মাদকের ভয়ংকর বিস্তার ঘটেছে। এ জন্য সীমান্তে আরও নজরদারি বাড়াতে বিভিন্ন সভায় সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন আজকের পত্রিকাকে বলেন, ২২-২৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক পাচারের ঘটনা ঘটছে। এসব সীমান্ত পয়েন্টে সিসিটিভি বসিয়ে পাচারকারী শনাক্তের চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে মাদক ও চোরাচালানে জড়িত হোতাদের চিহ্নিত করতে ডেটাবেইস করা হচ্ছে।
বিজিবি কক্সবাজার অঞ্চলের (রিজিয়ন) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, সীমান্তে মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধের পাশাপাশি মিয়ানমার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪৪ মিনিট আগে