কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ মোহাম্মদ ওসমানের (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওসমান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে।
এর আগে গত শনিবার বিকেলে বিরোধপূর্ণ চিংড়ি ঘের ও লবণ মাঠের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা মোহাম্মদ ওসমানকে তুলে নিয়ে গুলি করে। আহত ওসমানকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ সোমবার সকালে যুবকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়।
স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকায় চিংড়ি ঘের দখল-বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মহেশখালীর আমান ও গফুর গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়। এর জেরে গত শনিবার ওসমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আমান গ্রুপের লোকজন। এ সময় শাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন।
নিহতের ভাই খাইরুল আমিন বলেন, স্থানীয় সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন তাঁর ভাইকে তুলে নিয়ে গুলি করে। তাঁকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বড় মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ মোহাম্মদ ওসমানের (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওসমান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে।
এর আগে গত শনিবার বিকেলে বিরোধপূর্ণ চিংড়ি ঘের ও লবণ মাঠের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা মোহাম্মদ ওসমানকে তুলে নিয়ে গুলি করে। আহত ওসমানকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ সোমবার সকালে যুবকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়।
স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকায় চিংড়ি ঘের দখল-বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মহেশখালীর আমান ও গফুর গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়। এর জেরে গত শনিবার ওসমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আমান গ্রুপের লোকজন। এ সময় শাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন।
নিহতের ভাই খাইরুল আমিন বলেন, স্থানীয় সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন তাঁর ভাইকে তুলে নিয়ে গুলি করে। তাঁকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বড় মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৫ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৭ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৭ মিনিট আগে