প্রতিনিধি, কক্সবাজার

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে যাওয়া চার হাজারের বেশি রোহিঙ্গা চট্টগ্রাম গিয়ে আটকা পড়েছেন।
গত মঙ্গলবার ২ হাজার ৫৫০ জন এবং বুধবার ১ হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নেওয়া হয়।
এর মধ্যে বুধবার দুই হাজারের বেশি রোহিঙ্গাকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শামীম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে যেকোনো সময় রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। এ দফায় স্থানান্তরের জন্য প্রস্তুত রোহিঙ্গাদের মধ্যে গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭৩ পরিবারের ৪৯৭ জন সদস্যও রয়েছেন।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পাঁচ দফায় অন্তত ১৪ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচর স্থানান্তরিত হয়েছে। এ দফার দলটি পৌঁছলে সেখানে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়াবে ১৮ হাজারের বেশি।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই বাংলাদেশে দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রিত ছিল।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে যাওয়া চার হাজারের বেশি রোহিঙ্গা চট্টগ্রাম গিয়ে আটকা পড়েছেন।
গত মঙ্গলবার ২ হাজার ৫৫০ জন এবং বুধবার ১ হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নেওয়া হয়।
এর মধ্যে বুধবার দুই হাজারের বেশি রোহিঙ্গাকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শামীম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে যেকোনো সময় রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। এ দফায় স্থানান্তরের জন্য প্রস্তুত রোহিঙ্গাদের মধ্যে গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭৩ পরিবারের ৪৯৭ জন সদস্যও রয়েছেন।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পাঁচ দফায় অন্তত ১৪ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচর স্থানান্তরিত হয়েছে। এ দফার দলটি পৌঁছলে সেখানে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়াবে ১৮ হাজারের বেশি।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই বাংলাদেশে দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রিত ছিল।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে