কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার আদালত চত্বরে আবদুল খালেক চৌধুরী নামে আওয়ামী লীগ–সমর্থক এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার আদালত থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি।
আবদুল খালেক চৌধুরী জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদেও রয়েছেন।
আইনজীবী আবদুল খালেক চৌধুরী জানান, আদালত থেকে সকাল ১০টার দিকে তিনি শহরের বাসায় ফিরছিলেন। এ সময় মহেশখালীর মৌলভীকাটা এলাকার বাসিন্দা ও আইনজীবী নুরুল ইসলাম তাঁর পথরোধ করেন। এরপর তাঁর সঙ্গে থাকা হত্যা মামলার আসামি নুরুল হক, সিরাজুল ইসলামসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন। পরে আইনজীবীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতি বরাবর অভিযোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, হামলায় জড়িত নুরুল হকের সঙ্গে স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে তাঁর বিরোধ রয়েছে। এ ঘটনায় মামলা করবেন তিনি।
অন্যদিকে অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবদুল খালেকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় বিভিন্ন মানুষকে নির্যাতন করার অভিযোগ রয়েছে। তিনি এখন এলাকায় যান না। এখন তাঁর ওপর কে, কীভাবে হামলা করছে আমি জানি না।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, ‘হামলা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার আদালত চত্বরে আবদুল খালেক চৌধুরী নামে আওয়ামী লীগ–সমর্থক এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার আদালত থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি।
আবদুল খালেক চৌধুরী জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদেও রয়েছেন।
আইনজীবী আবদুল খালেক চৌধুরী জানান, আদালত থেকে সকাল ১০টার দিকে তিনি শহরের বাসায় ফিরছিলেন। এ সময় মহেশখালীর মৌলভীকাটা এলাকার বাসিন্দা ও আইনজীবী নুরুল ইসলাম তাঁর পথরোধ করেন। এরপর তাঁর সঙ্গে থাকা হত্যা মামলার আসামি নুরুল হক, সিরাজুল ইসলামসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন। পরে আইনজীবীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতি বরাবর অভিযোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, হামলায় জড়িত নুরুল হকের সঙ্গে স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে তাঁর বিরোধ রয়েছে। এ ঘটনায় মামলা করবেন তিনি।
অন্যদিকে অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবদুল খালেকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় বিভিন্ন মানুষকে নির্যাতন করার অভিযোগ রয়েছে। তিনি এখন এলাকায় যান না। এখন তাঁর ওপর কে, কীভাবে হামলা করছে আমি জানি না।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, ‘হামলা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২০ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৩৯ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
১ ঘণ্টা আগে