Ajker Patrika

রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১১ জুন ২০২২, ১৬: ১৭
রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ 

কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের প্রধান মাঝি আজিম উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন। 

গ্রেপ্তারকৃতরা হলেন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোহাম্মদ সলিমের ছেলে মোহাম্মদ হাসিম (৪০), ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ জাবের (৩২) এবং একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)। 

পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।’ 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আজিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ৮ ওয়েস্ট ক্যাম্পের একটি হাসপাতালে আহত আজিম উদ্দিনকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন শুক্রবার উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন মৃতের স্ত্রী সমসিদা, যার মামলা নম্বর ৫২। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত