কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চার স্তরের ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি আর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি।
এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

চার স্তরের ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি আর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি।
এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে