কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে ১ হাজার ৩০০ যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ ১১ ঘণ্টা গভীর সমুদ্রে আটকা পড়েছিল। আটকে থাকার পর ওই জাহাজের যাত্রীদের বার আউলিয়া নামের অপর একটি জাহাজে তুলে আজ বুধবার ভোর ৪টায় ঘাটে পৌঁছানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় বে ওয়ান জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে। জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে রাত ৮টায় পৌঁছার কথা ছিল। কিন্তু জাহাজটি গভীর সমুদ্র আটকা পড়ে যায়।
অবশ্যই জাহাজ কর্তৃপক্ষের দাবি, বে ওয়ান জাহাজ মূলত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করে না। গত ১৬ ডিসেম্বর থেকে কর্ণফুলী জাহাজের ত্রুটির কারণে বিশেষ ব্যবস্থায় বে ওয়ানে করে পর্যটক যাতায়াত করছে।
এদিকে দীর্ঘ সময় ধরে জাহাজ সাগরে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা আর অসহযোগিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জাহাজে তীব্র খাবার সংকটও দেখা দেয়।
আবদুল কাইয়ুম নামের এক যাত্রী বলেন, ‘জাহাজের মাত্র ১৫ শতাংশ যাত্রীকে খাবার দেওয়া হয়েছে। অন্যরা খাবার পাননি। এমনকি জাহাজে দায়িত্বে থাকা লোকজন চরম অসহযোগিতা করেছেন।’
শহীদুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘উত্তাল সমুদ্রের মধ্যে বারবার বলার পরও জাহাজ কর্তৃপক্ষ লাইফ জ্যাকেট সরবরাহ করেনি। জাহাজে খাবারের দাম রাখা হয়েছে কয়েক গুন।’
আরেক যাত্রী অভিযোগ করেন, ‘সাড়ে ৭ হাজার টাকা দিয়ে তিনি কেবিন নিয়েছিলেন। কিন্তু তাকে খাবারও দেওয়া হয়নি।’
জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বে ওয়ান গভীর সমুদ্রে নোঙর থাকে। সেখান থেকে ৫ দিন ধরে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার সাগরে বাতাস ও ঢেউয়ের তোড়ে বার আউলিয়া জাহাজটি বেওয়ানের কাছে যেতে পারেনি। এতে যাত্রীদের যথাসময়ে ঘাটে আনা সম্ভব হয়নি।
জাহাজটির যান্ত্রিক ক্রুটির অভিযোগ স্বীকার করে হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ঝুঁকি নিয়ে যাত্রীদের জাহাজ পরিবর্তন সাগরে অসম্ভব হয়ে যায়। ফলে সাগর শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জাহাজে অব্যবস্থাপনার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে গত শনিবারও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন ভোর ৫টায় পর্যটকেরা সেন্টমার্টিন যাওয়ার জন্য ঘাটে আসেন। পরদিন ভোর ৪টায় ফেরেন। পর্যটকেরা মাত্র ৪৫ মিনিট সেন্টমার্টিনে অবস্থান করার সুযোগ হয়েছিল।

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে ১ হাজার ৩০০ যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ ১১ ঘণ্টা গভীর সমুদ্রে আটকা পড়েছিল। আটকে থাকার পর ওই জাহাজের যাত্রীদের বার আউলিয়া নামের অপর একটি জাহাজে তুলে আজ বুধবার ভোর ৪টায় ঘাটে পৌঁছানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় বে ওয়ান জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে। জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে রাত ৮টায় পৌঁছার কথা ছিল। কিন্তু জাহাজটি গভীর সমুদ্র আটকা পড়ে যায়।
অবশ্যই জাহাজ কর্তৃপক্ষের দাবি, বে ওয়ান জাহাজ মূলত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করে না। গত ১৬ ডিসেম্বর থেকে কর্ণফুলী জাহাজের ত্রুটির কারণে বিশেষ ব্যবস্থায় বে ওয়ানে করে পর্যটক যাতায়াত করছে।
এদিকে দীর্ঘ সময় ধরে জাহাজ সাগরে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা আর অসহযোগিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জাহাজে তীব্র খাবার সংকটও দেখা দেয়।
আবদুল কাইয়ুম নামের এক যাত্রী বলেন, ‘জাহাজের মাত্র ১৫ শতাংশ যাত্রীকে খাবার দেওয়া হয়েছে। অন্যরা খাবার পাননি। এমনকি জাহাজে দায়িত্বে থাকা লোকজন চরম অসহযোগিতা করেছেন।’
শহীদুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘উত্তাল সমুদ্রের মধ্যে বারবার বলার পরও জাহাজ কর্তৃপক্ষ লাইফ জ্যাকেট সরবরাহ করেনি। জাহাজে খাবারের দাম রাখা হয়েছে কয়েক গুন।’
আরেক যাত্রী অভিযোগ করেন, ‘সাড়ে ৭ হাজার টাকা দিয়ে তিনি কেবিন নিয়েছিলেন। কিন্তু তাকে খাবারও দেওয়া হয়নি।’
জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বে ওয়ান গভীর সমুদ্রে নোঙর থাকে। সেখান থেকে ৫ দিন ধরে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার সাগরে বাতাস ও ঢেউয়ের তোড়ে বার আউলিয়া জাহাজটি বেওয়ানের কাছে যেতে পারেনি। এতে যাত্রীদের যথাসময়ে ঘাটে আনা সম্ভব হয়নি।
জাহাজটির যান্ত্রিক ক্রুটির অভিযোগ স্বীকার করে হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ঝুঁকি নিয়ে যাত্রীদের জাহাজ পরিবর্তন সাগরে অসম্ভব হয়ে যায়। ফলে সাগর শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জাহাজে অব্যবস্থাপনার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে গত শনিবারও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন ভোর ৫টায় পর্যটকেরা সেন্টমার্টিন যাওয়ার জন্য ঘাটে আসেন। পরদিন ভোর ৪টায় ফেরেন। পর্যটকেরা মাত্র ৪৫ মিনিট সেন্টমার্টিনে অবস্থান করার সুযোগ হয়েছিল।

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
৬ মিনিট আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১৭ মিনিট আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২৬ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে