চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ মঈন উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজন ভ্যানে করে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে দুটি হত্যাসহ পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
এপিপি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সময় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী হাসিনা আহমেদের এজেন্ট আব্দুর রহিমকে মারধর করে বের করে দেওয়া হয়। তাঁর করা পেকুয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির প্রধান আসামি জাফর আলম।’ তিনি আরও বলেন, ‘এর আগে বিস্ফোরক ও হত্যাচেষ্টা আইনের দুটি মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চার দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত। তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর আলমকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করবেন। মামলাগুলোর বিবরণে উল্লেখ আছে, বিস্ফোরক আইনে মামলার বাদী মো. ফরহাদ হোসেন ও হত্যাচেষ্টার ধারায় মামলাটি করেছিলেন আব্দুল্লাহ আল মামুন।’
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কঠোর নিরাপত্তায় জাফর আলমকে সকাল সাড়ে ৯টায় আদালতে আনা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে পেকুয়া থানার পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
নাম প্রকাশ না করার শর্তে চকরিয়ার এক সিনিয়র আইনজীবী জাফর আলমের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘জাফরকে আদালতে হাজির করার খবরে এ পর্যন্ত তিন দফায় তাঁর শাস্তির দাবিতে চকরিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। তাঁর পরিবার পেকুয়া থানায় রিমান্ডে থাকাকালীন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে। ৬৯ বছর বয়সী জাফরের পিত্তথলি অপসারণ করা, উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস রোগে ভুগছেন তিনি। পেকুয়ায় কোনো ভালো হাসপাতালও নেই। এ রকম রোগীকে একটানা ২১ দিন রিমান্ডে রাখা অমানবিক। তাঁকে জেলগেট অথবা চকরিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা যেত।’
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য জাফর আলমকে তিন মামলায় সাত দিনের রিমান্ডের জন্য পেকুয়া থানায় আনা হয়েছে। সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ মঈন উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজন ভ্যানে করে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে দুটি হত্যাসহ পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
এপিপি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সময় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী হাসিনা আহমেদের এজেন্ট আব্দুর রহিমকে মারধর করে বের করে দেওয়া হয়। তাঁর করা পেকুয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির প্রধান আসামি জাফর আলম।’ তিনি আরও বলেন, ‘এর আগে বিস্ফোরক ও হত্যাচেষ্টা আইনের দুটি মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চার দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত। তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর আলমকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করবেন। মামলাগুলোর বিবরণে উল্লেখ আছে, বিস্ফোরক আইনে মামলার বাদী মো. ফরহাদ হোসেন ও হত্যাচেষ্টার ধারায় মামলাটি করেছিলেন আব্দুল্লাহ আল মামুন।’
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কঠোর নিরাপত্তায় জাফর আলমকে সকাল সাড়ে ৯টায় আদালতে আনা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে পেকুয়া থানার পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
নাম প্রকাশ না করার শর্তে চকরিয়ার এক সিনিয়র আইনজীবী জাফর আলমের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘জাফরকে আদালতে হাজির করার খবরে এ পর্যন্ত তিন দফায় তাঁর শাস্তির দাবিতে চকরিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। তাঁর পরিবার পেকুয়া থানায় রিমান্ডে থাকাকালীন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে। ৬৯ বছর বয়সী জাফরের পিত্তথলি অপসারণ করা, উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস রোগে ভুগছেন তিনি। পেকুয়ায় কোনো ভালো হাসপাতালও নেই। এ রকম রোগীকে একটানা ২১ দিন রিমান্ডে রাখা অমানবিক। তাঁকে জেলগেট অথবা চকরিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা যেত।’
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য জাফর আলমকে তিন মামলায় সাত দিনের রিমান্ডের জন্য পেকুয়া থানায় আনা হয়েছে। সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে