টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর শীলখালী চেকপোস্টে আবদুল্লাহ (৩৫) নামের এক প্রবাসীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করে বলেছেন, তাঁকে গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি ও ইয়াবা না পেয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী আবদুল্লাহ টেকনাফ উপজেলার হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।
এ ঘটনায় বিজিবির তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ সুনির্দিষ্ট করে অভিযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে খবর পাওয়ায় তিনজনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের বাসে করে কক্সবাজার ফিরছিলাম। ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে এ ঘটনা ঘটে।’
আবদুল্লাহ বলেন, ‘বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে। এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, “তোর কাছে ইয়াবা আছে” বলে থাপ্পড় মারে। স্যার আমার কাছে কিছু নেই বললে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বলপ্রয়োগ করে মলত্যাগ করায়। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে “শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে” বলে আবারও মারধর করে। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেয়। ওই গাড়িটা আমাকে কক্সবাজার টার্মিনালে ফেলে দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে শামসুল আলম শ্রাবণ নামের এক পথচারী আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।’
উল্লেখ্য, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর শীলখালী চেকপোস্টে আবদুল্লাহ (৩৫) নামের এক প্রবাসীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করে বলেছেন, তাঁকে গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি ও ইয়াবা না পেয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী আবদুল্লাহ টেকনাফ উপজেলার হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।
এ ঘটনায় বিজিবির তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ সুনির্দিষ্ট করে অভিযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে খবর পাওয়ায় তিনজনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের বাসে করে কক্সবাজার ফিরছিলাম। ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে এ ঘটনা ঘটে।’
আবদুল্লাহ বলেন, ‘বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে। এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, “তোর কাছে ইয়াবা আছে” বলে থাপ্পড় মারে। স্যার আমার কাছে কিছু নেই বললে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বলপ্রয়োগ করে মলত্যাগ করায়। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে “শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে” বলে আবারও মারধর করে। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেয়। ওই গাড়িটা আমাকে কক্সবাজার টার্মিনালে ফেলে দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে শামসুল আলম শ্রাবণ নামের এক পথচারী আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।’
উল্লেখ্য, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৮ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে