কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে গণমিছিলে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছৈয়দ নুর মারা গেছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। ছৈয়দ নুর (৬০) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
আজ রোববার বিকেলে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার বিষোদগার, বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিলপূর্ব সমাবেশে অন্য নেতা-কর্মীদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য দেন। সমাবেশ শেষে আয়োজিত মিছিলে তিনিও অংশ নেন।
গণমিছিল শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছালে ছৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান।
এতে তিনি অবচেতন হয়ে পড়লে পাশে থাকা দলীয় নেতা-কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাতে বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, মিছিলে হাঁটার সময় বিএনপি নেতা ছৈয়দ নুর হৃদরোগে আক্রান্ত হন। এতে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা ধারণা করছেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু ঘটেছে।
আগামীকাল সোমবার সকাল ১০টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এবং দপ্তর সম্পাদক ইকবাল বদরী গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দেন।

কক্সবাজার শহরে গণমিছিলে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছৈয়দ নুর মারা গেছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। ছৈয়দ নুর (৬০) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
আজ রোববার বিকেলে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার বিষোদগার, বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিলপূর্ব সমাবেশে অন্য নেতা-কর্মীদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য দেন। সমাবেশ শেষে আয়োজিত মিছিলে তিনিও অংশ নেন।
গণমিছিল শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছালে ছৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান।
এতে তিনি অবচেতন হয়ে পড়লে পাশে থাকা দলীয় নেতা-কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাতে বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, মিছিলে হাঁটার সময় বিএনপি নেতা ছৈয়দ নুর হৃদরোগে আক্রান্ত হন। এতে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা ধারণা করছেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু ঘটেছে।
আগামীকাল সোমবার সকাল ১০টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এবং দপ্তর সম্পাদক ইকবাল বদরী গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে