চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসার অভাবে একটি হাতির শাবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে শাবকটি মারা গেছে। এই তথ্য প্রথমে গোপন রাখেন পার্ক কর্তৃপক্ষ। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জরুল আলম।
মঞ্জরুল আলম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসার অভাবে হাতির শাবকটি মারা গেছে, সেটি সঠিক নয়। শাবকটি সার্বক্ষণিক দেখভালের মধ্যে ছিল। গত রাতেও খাওয়াদাওয়া করেছে। হঠাৎ সকালে অসুস্থবোধ করলে পার্কের আইসোলেশন সেন্টারে রেখে শাবকটির চিকিৎসা চলছিল। এরপরই মারা গেছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে চলতি বছরের ৪ জানুয়ারি একটি মা হাতির শাবক জন্ম দিতে গিয়ে মারা যায়। পরদিন বন বিভাগ শাবকটি উদ্ধার করে লালনপালনের জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠায়। সেখানে প্রায় ৪ মাস ধরে বড় হচ্ছিল শাবকটি। দুই দিনের বাচ্চা শাবকটি পার্কে আনা হয়েছিল। এরপর লালন পালন করছিল এক মাহুত সুশীল চাকমা।
পার্কের একটি সূত্র বলছে, তবে গত ১৫ দিন ধরে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে থাকা শাবকটির শরীরে নানা চর্মরোগের মতো দাগ দেখা যাচ্ছিল। হাতিটি তেমন খাওয়াদাওয়া করছিল না।
হাতির শাবকটির ময়নাতদন্ত করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন ও ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।
আরিফ উদ্দিন বলেন, ‘ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে ধারণা করছি, ভাইরাল ইনফেকশনের কারণে শাবকটি মারা গেছে। শাবকটির হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি ও অন্ত্রে রক্ত পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে শাবকটির শরীর থেকে হৃৎপিণ্ড, ফুসফুস, প্লীহা, কিডনি ও অন্ত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, ময়নাতদন্ত করে হাতির শাবকটির শরীর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হবে। শাবকটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
শাবকটি সকালে মারা গেছে, সারা দিন কেন গোপন করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে মঞ্জুরুল আলম বলেন, ‘পার্কের বিষয় কেন বাইরে জানানো হবে। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসার অভাবে একটি হাতির শাবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে শাবকটি মারা গেছে। এই তথ্য প্রথমে গোপন রাখেন পার্ক কর্তৃপক্ষ। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জরুল আলম।
মঞ্জরুল আলম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসার অভাবে হাতির শাবকটি মারা গেছে, সেটি সঠিক নয়। শাবকটি সার্বক্ষণিক দেখভালের মধ্যে ছিল। গত রাতেও খাওয়াদাওয়া করেছে। হঠাৎ সকালে অসুস্থবোধ করলে পার্কের আইসোলেশন সেন্টারে রেখে শাবকটির চিকিৎসা চলছিল। এরপরই মারা গেছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে চলতি বছরের ৪ জানুয়ারি একটি মা হাতির শাবক জন্ম দিতে গিয়ে মারা যায়। পরদিন বন বিভাগ শাবকটি উদ্ধার করে লালনপালনের জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠায়। সেখানে প্রায় ৪ মাস ধরে বড় হচ্ছিল শাবকটি। দুই দিনের বাচ্চা শাবকটি পার্কে আনা হয়েছিল। এরপর লালন পালন করছিল এক মাহুত সুশীল চাকমা।
পার্কের একটি সূত্র বলছে, তবে গত ১৫ দিন ধরে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে থাকা শাবকটির শরীরে নানা চর্মরোগের মতো দাগ দেখা যাচ্ছিল। হাতিটি তেমন খাওয়াদাওয়া করছিল না।
হাতির শাবকটির ময়নাতদন্ত করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন ও ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।
আরিফ উদ্দিন বলেন, ‘ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে ধারণা করছি, ভাইরাল ইনফেকশনের কারণে শাবকটি মারা গেছে। শাবকটির হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি ও অন্ত্রে রক্ত পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে শাবকটির শরীর থেকে হৃৎপিণ্ড, ফুসফুস, প্লীহা, কিডনি ও অন্ত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, ময়নাতদন্ত করে হাতির শাবকটির শরীর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হবে। শাবকটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
শাবকটি সকালে মারা গেছে, সারা দিন কেন গোপন করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে মঞ্জুরুল আলম বলেন, ‘পার্কের বিষয় কেন বাইরে জানানো হবে। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৭ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে