কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনায় গাড়িচালককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত আসামি সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে।
মামলার নথির বরাত দিয়ে ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৩০ জানুয়ারি চকরিয়ার মালুমঘাট এলাকার সুরেশ চন্দ্র সুশীলের মৃত্যু হয়। বাবা সুরেশের ক্ষৌরকর্ম অনুষ্ঠান করতে ৮ ফেব্রুয়ারি ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হয়ে নার্সারি গেটে যান সাত ভাই ও দুই বোন। শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির পিকআপ তাঁদের চাপা দেয়।
এতে সাত ভাইবোন ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল গুরুতর জখম হয়। এ সময় তাঁরা চিৎকার করলে মৃত্যু নিশ্চিত করার জন্য চালক গাড়ি পেছনে নিয়ে পুনরায় অপর ভাই রক্তিম সুশীলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় ছয় ভাই মারা যান।
পিপি ফরিদুল বলেন, এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল ৮ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চালক সাইফুলকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেন আদালত।
রায় প্রদানকালে বিচারক বলেছেন, দ্রুতগামী পিকআপের চাপায় কয়েকজন আহত হলেও চালক গাড়ি থামিয়ে পেছনে এসে আবার আহতের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। যা স্বেচ্ছায়-স্বজ্ঞানে করেছেন চালক। রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনায় গাড়িচালককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত আসামি সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে।
মামলার নথির বরাত দিয়ে ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৩০ জানুয়ারি চকরিয়ার মালুমঘাট এলাকার সুরেশ চন্দ্র সুশীলের মৃত্যু হয়। বাবা সুরেশের ক্ষৌরকর্ম অনুষ্ঠান করতে ৮ ফেব্রুয়ারি ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হয়ে নার্সারি গেটে যান সাত ভাই ও দুই বোন। শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির পিকআপ তাঁদের চাপা দেয়।
এতে সাত ভাইবোন ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল গুরুতর জখম হয়। এ সময় তাঁরা চিৎকার করলে মৃত্যু নিশ্চিত করার জন্য চালক গাড়ি পেছনে নিয়ে পুনরায় অপর ভাই রক্তিম সুশীলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় ছয় ভাই মারা যান।
পিপি ফরিদুল বলেন, এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল ৮ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চালক সাইফুলকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেন আদালত।
রায় প্রদানকালে বিচারক বলেছেন, দ্রুতগামী পিকআপের চাপায় কয়েকজন আহত হলেও চালক গাড়ি থামিয়ে পেছনে এসে আবার আহতের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। যা স্বেচ্ছায়-স্বজ্ঞানে করেছেন চালক। রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১২ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৫ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগে