চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় গুরুতর অসুস্থ তাঁদের বাবাও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন তাঁরা। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁদের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া তিনজন হলেন দক্ষিণ বহদ্দারকাটা গ্রামের আনোয়ার হোসেন (৭৫), তাঁর দুই ছেলে শাহাদাত হোসেন (৪৯) ও শহিদুল ইসলাম (২২)। বৃদ্ধ আনোয়ার গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির প্রভাবে সৃষ্টি হওয়া বন্যার পানি প্রবেশ করেছিল আনোয়ার হোসেনের দোতলা বাড়িতে। পানি নেমে যাওয়ার পর বুধবার রাত ১১টার দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন আনোয়ার হোসেনের দুই ছেলে শাহাদাত হোসেন ও শহিদুল ইসলাম। তাঁরা সেপটিক ট্যাংকটির ঢাকনা খুলে ভেতরে ঢোকার পর দুজন বিষাক্ত গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় আনোয়ার হোসেনও ভেতরে ঢুকলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহাদাত ও শহিদুলকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সিরাজুম মুনির বলেন, ‘সেপটিক ট্যাংক দীর্ঘদিন ঢাকনাবদ্ধ থাকায় ভেতরে একধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে পরিষ্কার করার সময় অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হয়েছে।’
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই ভাই ও তাঁদের বাবা অজ্ঞান হয়ে যান। দুই ভাই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাবা চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মূলত বিষাক্ত গ্যাস থেকে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় গুরুতর অসুস্থ তাঁদের বাবাও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন তাঁরা। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁদের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া তিনজন হলেন দক্ষিণ বহদ্দারকাটা গ্রামের আনোয়ার হোসেন (৭৫), তাঁর দুই ছেলে শাহাদাত হোসেন (৪৯) ও শহিদুল ইসলাম (২২)। বৃদ্ধ আনোয়ার গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির প্রভাবে সৃষ্টি হওয়া বন্যার পানি প্রবেশ করেছিল আনোয়ার হোসেনের দোতলা বাড়িতে। পানি নেমে যাওয়ার পর বুধবার রাত ১১টার দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন আনোয়ার হোসেনের দুই ছেলে শাহাদাত হোসেন ও শহিদুল ইসলাম। তাঁরা সেপটিক ট্যাংকটির ঢাকনা খুলে ভেতরে ঢোকার পর দুজন বিষাক্ত গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় আনোয়ার হোসেনও ভেতরে ঢুকলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহাদাত ও শহিদুলকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সিরাজুম মুনির বলেন, ‘সেপটিক ট্যাংক দীর্ঘদিন ঢাকনাবদ্ধ থাকায় ভেতরে একধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে পরিষ্কার করার সময় অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হয়েছে।’
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই ভাই ও তাঁদের বাবা অজ্ঞান হয়ে যান। দুই ভাই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাবা চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মূলত বিষাক্ত গ্যাস থেকে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে