Ajker Patrika

টেকনাফে মাদক নিয়ে বিরোধ, রাতে বসতঘর লক্ষ্য করে গুলি

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে রাতে বসতঘর লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল রোববার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর উলুচামারি এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হ্নীলা রঙ্গিখালীর ‘আবুল আলম বাহিনী’ ও তাঁর ছেলে মো.আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক ‘অস্ত্রধারী সন্ত্রাসী জালাল বাহিনী’র মধ্যে মাদকসংক্রান্ত বিরোধ রয়েছে।

মূলত ওই ঘটনার জেরে গতকাল মধ্যরাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় একের পর এক গুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার পর সিসিটিভির ক‍্যামেরায় ধারণ কার গুলি ছোড়ার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করে কয়েকটি গুলি ছুড়ছে। কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগ দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত