
আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কক্সবাজার রান ২০২৩'।
বেসরকারি সংস্থা 'বেটার টুগেদার বাংলাদেশ' এর আয়োজনে ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড় ইভেন্টটিতে ৬০০ জন অংশ নেবেন । ইভেন্ট শুরু হবে ভোর ৬টায় লাবনী বিচ পয়েন্ট থেকে।
বেটার টুগেদার বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাপনী অনুষ্ঠানটি ওপেন বিচ স্টেজে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও নারী অংশগ্রহণকারীরা ইভেন্টে থাকবেন।
বেটার টুগেদার বাংলাদেশের উপদেষ্টা এবং ডোরফ্রেম কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ দিদার বলেন, 'এই ধরনের উদ্যোগ তরুণদের শক্তিকে ইতিবাচক প্রচেষ্টার দিকে ধাবিত করবে। স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করতে এবং শৃঙ্খলা ও দলগত কাজের মূল্যবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া, এই ইভেন্টের মাধ্যমে পর্যটকরা আকৃষ্ট হবে এবং কক্সবাজারের সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্য অন্বেষণ করার সুযোগ পাবে।'
বেটার টুগেদার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রোহান আল ফারুক বলেন, 'এই ইভেন্টের সাফল্য শুধু দৌড়ের মধ্যেই নয়, এটি আর্থ-সামাজিক প্রবৃদ্ধির জন্য একটি অনুঘটক হয়ে ওঠার সম্ভাবনা ও ক্ষমতায়ন। যুবসমাজ এবং পর্যটনের জন্য দ্বার উন্মোচন করবে যা এই অঞ্চলের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।'
দ্য ডেইলি স্টার এবং সার্জ বাংলাদেশের সহযোগিতায় কক্সবাজার রান ২০২৩-এ ইভেন্ট পার্টনার ডোরফ্রেম কমিউনিকেশন; আয়োজন সহযোগী কসবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ), কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার জেলা পুলিশ।
অনুষ্ঠানটির অফিসিয়াল মিডিয়া পার্টনার সময় টিভি, আজকের পত্রিকা ও টিটিএন।

আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কক্সবাজার রান ২০২৩'।
বেসরকারি সংস্থা 'বেটার টুগেদার বাংলাদেশ' এর আয়োজনে ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড় ইভেন্টটিতে ৬০০ জন অংশ নেবেন । ইভেন্ট শুরু হবে ভোর ৬টায় লাবনী বিচ পয়েন্ট থেকে।
বেটার টুগেদার বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাপনী অনুষ্ঠানটি ওপেন বিচ স্টেজে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও নারী অংশগ্রহণকারীরা ইভেন্টে থাকবেন।
বেটার টুগেদার বাংলাদেশের উপদেষ্টা এবং ডোরফ্রেম কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ দিদার বলেন, 'এই ধরনের উদ্যোগ তরুণদের শক্তিকে ইতিবাচক প্রচেষ্টার দিকে ধাবিত করবে। স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করতে এবং শৃঙ্খলা ও দলগত কাজের মূল্যবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া, এই ইভেন্টের মাধ্যমে পর্যটকরা আকৃষ্ট হবে এবং কক্সবাজারের সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্য অন্বেষণ করার সুযোগ পাবে।'
বেটার টুগেদার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রোহান আল ফারুক বলেন, 'এই ইভেন্টের সাফল্য শুধু দৌড়ের মধ্যেই নয়, এটি আর্থ-সামাজিক প্রবৃদ্ধির জন্য একটি অনুঘটক হয়ে ওঠার সম্ভাবনা ও ক্ষমতায়ন। যুবসমাজ এবং পর্যটনের জন্য দ্বার উন্মোচন করবে যা এই অঞ্চলের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।'
দ্য ডেইলি স্টার এবং সার্জ বাংলাদেশের সহযোগিতায় কক্সবাজার রান ২০২৩-এ ইভেন্ট পার্টনার ডোরফ্রেম কমিউনিকেশন; আয়োজন সহযোগী কসবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ), কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার জেলা পুলিশ।
অনুষ্ঠানটির অফিসিয়াল মিডিয়া পার্টনার সময় টিভি, আজকের পত্রিকা ও টিটিএন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে