কক্সবাজার প্রতিনিধি

পাকস্থলীতে ইয়াবা ভর্তি করে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আরও একজনকে (বোনের স্বামী) আটক করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা আকতার হোসেন (৩২), তাঁর স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান বিমানযোগে ঢাকায় পাচার করা হবে। তথ্য পেয়ে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়।
একপর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হই। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।
দিদারুল আলম বলেন, কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁরা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করেন।
দিদারুল আলম বলেন, দুই বোনকে আটকের পরে প্যাথলজি সেন্টারের ল্যাবে নিয়ে এক্স-রে করা হয়। এতে তাঁদের পেটে ইয়াবার চালান থাকার সত্যতা মেলে। এরপর বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ২ হাজার করে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
তাঁদের স্বীকারোক্তি মতে, ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

পাকস্থলীতে ইয়াবা ভর্তি করে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আরও একজনকে (বোনের স্বামী) আটক করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা আকতার হোসেন (৩২), তাঁর স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান বিমানযোগে ঢাকায় পাচার করা হবে। তথ্য পেয়ে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়।
একপর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হই। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।
দিদারুল আলম বলেন, কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁরা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করেন।
দিদারুল আলম বলেন, দুই বোনকে আটকের পরে প্যাথলজি সেন্টারের ল্যাবে নিয়ে এক্স-রে করা হয়। এতে তাঁদের পেটে ইয়াবার চালান থাকার সত্যতা মেলে। এরপর বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ২ হাজার করে ৪ হাজার ইয়াবা বের করা হয়।
তাঁদের স্বীকারোক্তি মতে, ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৭ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১০ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৪ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৬ মিনিট আগে