কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ সায়মন (২০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।
সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
বেলাল হোসেন বলেন, বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চারবন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ের স্রোতে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়।
এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিয়েও সায়মনের সন্ধান পায়নি।
বেলাল হোসেন আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে স্থানীয় ও পর্যটকসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে দুজন, গত সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুন ও জুলাই মাসে একজন করে সাগরে নেমে মৃত্যু হলো।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ সায়মন (২০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।
সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
বেলাল হোসেন বলেন, বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চারবন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ের স্রোতে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়।
এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিয়েও সায়মনের সন্ধান পায়নি।
বেলাল হোসেন আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে স্থানীয় ও পর্যটকসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে দুজন, গত সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুন ও জুলাই মাসে একজন করে সাগরে নেমে মৃত্যু হলো।

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে
খুলনার পূর্ব রূপসায় আব্দুল রাশেদ ওরফে পিকুল (৩০) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে মৌখিকভাবে সতর্ক করেছেন খুলনা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। গতকাল শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে