কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল আজিম নামে এক যুবক। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আহত আবদুল আজিজ এবং তাঁর ছেলে তামিম ইকবাল (৬) ও মেয়ে মাইমুনা বেগমকে (২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার বিকেলে আবদুল আজিজের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ছেলে তামিম ইকবাল ও মেয়ে মাইমুনা বেগম আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। আবদুল আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবদুল আজিজের মামি মর্তুজা বেগম জানান, আবদুল আজিজের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় সময় তাঁর স্ত্রী রোকেয়ার ঝগড়াঝাঁটি হতো। কিছুদিন আগে আজিজ সাগরে মাছ ধরতে গেলে দুই সন্তানসহ বাবার বাড়িতে চলে যান তাঁর স্ত্রী রোকেয়া। গত রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগর থেকে ফিরে এসে আজিজ জানতে পারেন তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ওই দিন রাতে স্ত্রী এবং সন্তানদের ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রোকেয়া এবং শাশুড়ি আবদুল আজিজকে মারধর করে। এরপর মধ্যরাতে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেন।
মর্তুজা বেগম আরও জানান, অপমান সইতে না পেরে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে ধানখেতে নিয়ে গিয়ে প্রথমে তার দুই সন্তানকে এবং পরে নিজে কীটনাশক পান করেন আজিজ। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।

কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল আজিম নামে এক যুবক। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আহত আবদুল আজিজ এবং তাঁর ছেলে তামিম ইকবাল (৬) ও মেয়ে মাইমুনা বেগমকে (২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার বিকেলে আবদুল আজিজের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ছেলে তামিম ইকবাল ও মেয়ে মাইমুনা বেগম আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। আবদুল আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবদুল আজিজের মামি মর্তুজা বেগম জানান, আবদুল আজিজের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় সময় তাঁর স্ত্রী রোকেয়ার ঝগড়াঝাঁটি হতো। কিছুদিন আগে আজিজ সাগরে মাছ ধরতে গেলে দুই সন্তানসহ বাবার বাড়িতে চলে যান তাঁর স্ত্রী রোকেয়া। গত রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগর থেকে ফিরে এসে আজিজ জানতে পারেন তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ওই দিন রাতে স্ত্রী এবং সন্তানদের ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রোকেয়া এবং শাশুড়ি আবদুল আজিজকে মারধর করে। এরপর মধ্যরাতে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেন।
মর্তুজা বেগম আরও জানান, অপমান সইতে না পেরে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে ধানখেতে নিয়ে গিয়ে প্রথমে তার দুই সন্তানকে এবং পরে নিজে কীটনাশক পান করেন আজিজ। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১১ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে